Bollywood News: শাহরুখ-অক্ষয়দের ত্রাস হয়ে ওঠেন! ধ্বংস হল কেরিয়ার! সময়েই অনেক আগেই ঝরে গেলেন নায়ক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood News: শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগনের মতো তারকাদের কঠিন প্রতিযোগিতায় ফেলেছিলেন। তিনি অবিনাশ ওয়াধওয়ান।
advertisement
1/6

বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যাঁরা বহু পরিশ্রমের পর সাফল্যের শিখরে পৌঁছন। নাম-খ্যাতি-অর্থ পেলেও কিছু ভুল সব নষ্ট করে দেয়। নয়ের দশকের এক সুদর্শন অভিনেতার সঙ্গেও এরকম ঘটেছে। যিনি শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগনের মতো তারকাদের কঠিন প্রতিযোগিতায় ফেলেছিলেন। তিনি অবিনাশ ওয়াধওয়ান।
advertisement
2/6
সফল কেরিয়ারে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পরেই ধীরে ধীরে তিনি ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যান। সেই সময় যাঁরা অবিনাশের ছবি দেখেছেন, তাঁরা এখনও তাঁক। মনে রেখেছেন। যদিও তিনি এখনও অভিনয় জগতে সক্রিয়। তবে সেই স্টারডম আর নেই।
advertisement
3/6
অবিনাশের আসল নাম রাকেশ ওয়াধাওয়ান। অবিনাশের বাবা-মা চেয়েছিলেন তিনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করুন। কিন্তু অভিনেতা মুম্বই গিয়ে এমবিএ করতে চেয়েছিলেন। সেখানে গিয়ে তিনি একটি হোস্টেলে থাকা শুরু করেন। সেখানেই তাঁর বন্ধুরা তাঁঁকে অভিনয় করার পরামর্শ দেন।
advertisement
4/6
তার পরই অবিনাশ মডেলিংয়ের জগতে পা রাখেন। এবং খুব কম সময়েই একজন বিখ্যাত মডেল হিসাবে প্রতিষ্ঠিত হন। জানা যায়, এমবিএ করার পর একটি কাজের প্রস্তাবও পেয়েছিলেন। যাতে তিনি লক্ষাধিক মূল্যের প্যাকেজও পেতে পারতেন। কিন্তু অবিনাশ অভিনেতা হতে চেয়েছিলেন। তাই তিনি সেই কাজটি করেননি। এরপর অবিনাশ একটি ছবির অফার পান, যাঁর নাম ছিল 'অর প্যায়ার হো গয়া'। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া এই ছবিটি তাঁর জন্য নতুন দরজা খুলে দেয়।
advertisement
5/6
'ইনসাফ কি পুকার', 'রুপি দশ কোটি', 'অ্যায়ি মিলন কি রাত', 'মীরা কা মোহন', 'জুনুন', 'গীত', 'পুলিশ অর মুজারিম', 'বলমা'-র মতো বহু ছবিতে অভিনয় করেন অবিনাশ। তাঁকে একজন নতুন উদীয়মান তারকা হিসাবে দেখা হয়েছিল। অনেক ছবির প্রস্তাবও আসতে থাকে। মনে করা হচ্ছিল, অবিনাশ সমসাময়িক অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির চেয়েও এগিয়ে।
advertisement
6/6
তবে সেই সাফল্য ধরে রাখতে পারেননি অবিনাশ। সিনেমার পর ছোট পর্দায় কাজ করেন তিনি।