TRENDING:

Nitish Bharadwaj| 'রূপা, হেমাজি আমায় চিনতেই পারেনি,' ভগবান পরশুরামের স্মৃতিতে ডুবলেন নীতিশ

Last Updated:
দূরদর্শনের মহাভারত ধারাবাহিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র কৃষ্ণের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল৷ টেলিভিশনের অতি পরিচিত মুখ হয়ে ওঠেন অচিরেই৷ এহেন নীতিশ ভরদ্বাজকে একসময় চিনতেই পারেননি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷
advertisement
1/5
'রূপা, হেমাজি আমায় চিনতেই পারেনি,' ভগবান পরশুরামের স্মৃতিতে ডুবলেন নীতিশ
দূরদর্শনের মহাভারত ধারাবাহিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র কৃষ্ণের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল৷ টেলিভিশনের অতি পরিচিত মুখ হয়ে ওঠেন অচিরেই৷ এহেন নীতিশ ভরদ্বাজকে একসময় চিনতেই পারেননি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷
advertisement
2/5
২০০০ সালের কথা৷ টিভি সিরিয়াল বিষ্ণু পুরাণ শুরু হয়েছিল৷ সেই ধারাবাহিকে ভগবান পরশুরামের ভূমিকায় অভিনয় করেছিলেন নীতিশ ভরদ্বাজ৷ তাঁর কথায়, 'আমার মনে আছে, একটি দৃশ্যে ভগবান পরশুরামের সঙ্গে, ওই এপিসোডগুলি অবশ্য আর সম্প্রচারিত হয়নি, আমি বিষ্ণুর পুরানের একটি অবতার সেজে সেটে বসেছিলাম৷ রূপা গাঙ্গুলি তখন বাংলা সিনেমায় কাজ করছেন৷ রবি চোপড়া ও আমার সঙ্গে দেখা করতে মুম্বই এসেছিলেন৷'
advertisement
3/5
'আমার পাশে বসে রূপা আমায় খুঁজছিল৷ আমিও ওর সঙ্গে কথা বলিনি ইচ্ছে করে৷ প্রায় আধ ঘণ্টা এরকম চলার পরে ও আমায় জিগ্গেস করল, রবি চোপড়া কোথায়৷ তখনও ও আমায় চিনতে পারেনি৷ তারপর আমিই পরিচয় দিলাম৷'
advertisement
4/5
আরও একটি ঘটনার কথা বললেন নীতিশ৷ তা হল হেমা মালিনীর সঙ্গে৷ তাঁর কথায়, 'ফ্লাইটে সে বার হেমা মালিনীজির পাশেই বসেছিলাম৷ হেমাজি বিশ্বাসই করতে পারছিলেন না, বিষ্ণু পুরানে পরশুরামের চরিত্রে আমি কাজ করছি৷ চিনতেই পারেননি৷'
advertisement
5/5
প্রসঙ্গত, পরশুরাম সিরিয়ালটি ফের শুরু হচ্ছে জি টিভিতে৷ আজ থেকেই৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nitish Bharadwaj| 'রূপা, হেমাজি আমায় চিনতেই পারেনি,' ভগবান পরশুরামের স্মৃতিতে ডুবলেন নীতিশ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল