Bollywood Actor: ফ্লাইট মিস করেই বদলে গেল জীবন! ‘এক নামের’ ৮ সিনেমার নায়ক, বলিউডের সুপারস্টারকে চিনতে পারছেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bollywood Actor: খানিকটা ভাগ্যের ফেরেই সাধারণ পরিবারের ছেলেটি হয়ে উঠল সুপারস্টার। একটি ফ্লাইট মিস করেছিলেন তিনি। তাতেই ঘুরে গেল ভাগ্য।
advertisement
1/6

ছবির ছেলেটিকে চিনতে পারছেন? ইনি এই মুহূর্তে সিনে জগতের অন্যতম প্রতিষ্ঠিত তারকা। কোনও তারকা পরিবার থেকে নয়, একেবারে সাধারণ পরিবার থেকে এসেই নিজেকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন এই তারকা।
advertisement
2/6
অভিনেতার অভিনয় জগতে সফল হওয়ার পথ মোটেই সহজ ছিল না। বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে, তাঁর সিনে দুনিয়ায় প্রবেশও একেবারে কাকতালীয় ভাবে
advertisement
3/6
খানিকটা ভাগ্যের ফেরেই সাধারণ পরিবারের ছেলেটি হয়ে উঠল সুপারস্টার। একটি ফ্লাইট মিস করেছিলেন তিনি। ভুল সময়ে পৌঁছেই ঘুরে গেল ভাগ্য।
advertisement
4/6
ছবির ছেলেটি সবার পরিচিত বলি নায়ক অক্ষয় কুমার। অক্ষয় কুমারের আটটি ছবির নামে ‘খিলাড়ি’ শব্দটি ব্যবহার করা হয়েছে। যার কারণে তার নাম হয়ে যায় খিলাড়ি কুমার। তবে জানেন কী অক্ষয় কীভাবে সুযোগ পেয়েছিলেন সিনেমাতে?
advertisement
5/6
দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একটি অ্যাডের শ্যুটিংয়ের জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল অক্ষয়ের। কিন্তু ফ্লাইট মিস করেন অক্ষয়।
advertisement
6/6
ফ্লাইট মিস হলেও হতাশ হননি অক্ষয়। তিনি ফাঁকা সময় নষ্ট না করে চলে যান এক ফিল্ম প্রোডিউসারে কাছে। ভাগ্য পাশে ছিল। ‘দীদার’ ছবিতে সুযোগ পেয়ে গিয়েছিলেন অক্ষয়।