Bollywood Actor: প্রেম করে বিয়ে, বাবা হয়ে ভাঙে বিয়েও! প্রথম ছবি সুপারহিট দিয়েও কোথায় হারিয়ে গেলেন প্রাক্তন হার্টথ্রব?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এই তারকার প্রেম, বিয়ে থেকে কেরিয়ার সবকিছুই অত্যন্ত চর্চিত।
advertisement
1/7

বলিউড তারকাদের প্রেম জীবন নিয়ে চর্চার শেষ নেই। অভিনেতাদের ব্যক্তিগত জীবনও সিনেমার গল্পর চেয়ে কম কিছু নয়। তেমনই এক অভিনেতার জীবন রইল এই প্রতিবেদনে। সুপারস্টার পরিবারের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত এই তারকা। এই তারকার প্রেম, বিয়ে থেকে কেরিয়ার সবকিছুই অত্যন্ত চর্চিত।
advertisement
2/7
তিনি সুপারস্টার আমির খানের পরিবারের এক সদস্য। প্রথম ছবি সুপারহিট হলেও বলিউডে নিজের জায়গা সেভাবে তৈরি করতে পারেন নি এই তারকা। সম্পর্কের ক্ষেত্রেও নেমে এসেছে হতাশা। বিয়ের কয়েকবছর পর থেকেই আলাদা থাকেন তিনি এবং তাঁর স্ত্রী। একটি কন্যাসন্তানও রয়েছে।
advertisement
3/7
২০০৮ সালে 'জানে তু ইয়া জানে না' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইমরান খানের। এই ছবিতে তাকে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখের সঙ্গে দেখা গেছে। ইমরান খানের প্রথম ছবিতেই তিনি তুমুল জনপ্রিয়তা পান।
advertisement
4/7
২০১১ সালে নিজের বহুদিনের বান্ধবী অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান। কেরিয়ারের শুরুর দিকেই বিয়ে করেন অভিনেতা। অবন্তিকা এবং ইমরানের পরিচয় হয় যখন অভিনেতা একটি অভিনয় স্কুল থেকে অভিনয় শিখছিলেন।
advertisement
5/7
বিয়ের কয়েক বছর পরই ইমরান খান এবং অবন্তিকা মালিকের পরিবারে নতুন সদস্য আসে। তাঁদের একটি মেয়ে হয়। তাদের মেয়ের জন্মের কয়েক বছর পর, দম্পতি একে অপরের থেকে আলাদা থাকতে শুরু করেন।
advertisement
6/7
সূত্রের খবর অনুযায়ী, ইমরান খান এবং অবন্তিকা মালিক ২০১৫ সাল থেকে আলাদাভাবে বসবাস করছেন। যদিও তাঁদের আইনত বিচ্ছেদ এখনও হয়নি।
advertisement
7/7
এর মাঝেই ইমরান খানকে অনেক অনুষ্ঠানে অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে দেখা গিয়েছে। তুতো বোন ইরা খানের বিয়েতেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এর পর থেকেই দুজনের ডেটিংয়ের খবর পাওয়া যাচ্ছে।