TRENDING:

Govinda Gossip: বাঙালি নায়িকার সঙ্গে হোটেলে...! বউকে ঠকিয়ে একী কাণ্ড গোবিন্দার, হাতেনাতে ধরে পড়তেই তোলপাড়, কে সেই লাস্যময়ী!

Last Updated:
Govinda Gossip: ‘নায়কসুলভ শরীর’ না থাকলেও কোটি কোটি নারী-পুরুষের মনজয় করেছিলেন নিজের প্রতিভায়। সেই গোবিন্দা সম্প্রতি নিজের স্ত্রীর সঙ্গে আবার বিয়ে সারলেন টেলিভিশনের পর্দায়।
advertisement
1/10
বঙ্গনায়িকার সঙ্গে হোটেলে হাতেনাতে...! বউকে ঠকিয়ে একী কাণ্ড গোবিন্দার, কে এই নারী
Govinda Gossip: ‘হিরো নং ১’ই বটে। ‘নায়কসুলভ শরীর’ না থাকলেও কোটি কোটি নারী-পুরুষের মনজয় করেছিলেন নিজের প্রতিভায়। সেই গোবিন্দ সম্প্রতি নিজের স্ত্রীর সঙ্গে আবার বিয়ে সারলেন টেলিভিশনের পর্দায়। ‘ডান্স দিওয়ানে ৪’-এর মঞ্চে স্ত্রী সুনিতার গলায় ফের মালা পরালেন গোবিন্দা!
advertisement
2/10
Govinda Gossip: ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দা। সুনীতার সঙ্গে বিয়ের কথা তিনি চার বছর লুকিয়ে রেখেছিলেন। অনেক ছোট বয়সে একে অপরের প্রেমে পড়েছিলেন সুনীতা ও গোবিন্দা।
advertisement
3/10
Govinda Gossip: পরিবারের তরফে সেই প্রেমের কথা জানাজানি হলে অল্প বয়সেই তাঁদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে গোবিন্দার দাবি, তাঁর মা-ই সুনীতাকে তাঁর জন্য পছন্দ করেছিলেন।
advertisement
4/10
Govinda Gossip: তবে প্রেম করে বিয়ে করলেও সুনীতাকে একাধিকবার প্রতারিত করেছেন বলি তারকা, এমন কানাঘুষো শোনা যেত মাঝেমধ্যেই। নীলম কোঠারির সঙ্গে চূড়ান্ত প্রেমের সকলেই জানেন। তবে আর এক অভিনেত্রীর নামও উঠে এসেছিল একবার।
advertisement
5/10
Govinda Gossip: ভক্তদের সিংহভাগই জানেন না সেই ঘটনাটি সম্পর্কে। একটি হোটেলের ঘরে নাকি বলি নায়িকার সঙ্গে হাতেনাতে ধরা পড়েন গোবিন্দা। আর সেই নায়িকা হলেন, রানি মুখোপাধ্যায়।
advertisement
6/10
Govinda Gossip: ‘পেয়ার দিয়ানা হোতা হ্যায়’, ‘হদ কর কি আপনে’ ছবিতে গোবিন্দার সহ-অভিনেত্রী ছিলেন নায়িকা। একটি ছবির শ্যুটিংয়ে সুইৎজারল্যান্ড এবং আমেরিকায় আউটডোরের সময় দুই শিল্পীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা গিয়েছিল।
advertisement
7/10
Govinda Gossip: শ্যুট শেষ হওয়ার পরে নাকি নানা জায়গায় দেখা যেত তাঁদের। রানির সঙ্গে গোবিন্দার প্রেম যেন ‘টক অফ দ্য টাউন’ হয়ে গিয়েছিল। কিন্তু কেচ্ছা-কেলেঙ্কারির পর্যায়ে পৌঁছে যায় তাঁদের বন্ধুত্ব।
advertisement
8/10
Govinda Gossip: এক সাংবাদিক হঠাৎ দাবি করেন, তিনি দুই তারকাকে একটি হোটেলে হাতেনাতে ধরেছিলেন। সেই সময় থেকে কেচ্ছা শুরু হয় তাঁদের নিয়ে। তার জল গড়ায় তারকার ঘর পর্যন্ত।
advertisement
9/10
Govinda Gossip: সঙ্গে সঙ্গে খবরটি রাষ্ট্র হয়। মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সুনীতা। মেনে নিতে পারেননি এই ঘটনাটি। রোজ রোজ নতুন নতুন খবর প্রকাশিত হত গোবিন্দা-রানিকে নিয়ে। সুনীতা নাকি স্বামীগৃহ ত্যাগ করবেন ভেবেছিলেন। যদিও রানি নিজে এই ধরনের খবরকে নস্যাৎ করেছিলেন।
advertisement
10/10
Govinda Gossip: অনেকগুলি বছর কেটে গিয়েছে। সেই গোবিন্দা আর সুনীতা এখন নিজেদের সম্পর্ককে মজবুত করে তুলেছেন। একে অপরের পাশে থেকে গিয়েছেন। সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন তারকা এবং তারকা-পত্নী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Govinda Gossip: বাঙালি নায়িকার সঙ্গে হোটেলে...! বউকে ঠকিয়ে একী কাণ্ড গোবিন্দার, হাতেনাতে ধরে পড়তেই তোলপাড়, কে সেই লাস্যময়ী!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল