TRENDING:

Bollywood Gossip: অভিনেতা মদের নেশায় ডুবে গিয়েছিলেন, বউয়ের টাকায় সংসার চলত! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলিউড নায়ক

Last Updated:
Bobby Deol Career : দীর্ঘ ৫ বছর বলিউড থেকে দূরে ছিটকে যাওয়া বেকার অভিনেতা আবার খবরের শিরোনামে৷
advertisement
1/11
মদের নেশায় ডুবেছিলেন,বউয়ের টাকায় সংসার চলত! কপাল জোরে আবার হিট বলি অভিনেতা
বলিউড মানেই চূড়ান্ত লড়াই। সেখানে কে কার ভাই, কে কার আত্মীয় বা কে কার ছেলে, কিছু গুরুত্ব পায়না। ছবির ব্যবসা যতদিন চলবে, ততদিনই বড়পর্দায় অভিনেতার রাজত্ব থাকবে৷ আর সেই দৌড়ে অনেকে ছিটকে যান আবার লড়াইয়ে ফিরেও আসেন৷ এমনই এক অভিনেতার কথা আজ তুলে ধরব আমরা৷
advertisement
2/11
ভাগ্য! কথায় বলে ভাগ্যে যা লেখা থাকে তা হবেই৷ একই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ের ভূমিকা৷ যখন যেটা হওয়ার সেটাই হবে৷ সাধারণ মানুষ তো বটেই বিখ্যাত ব্যক্তিদের জন্যও এটাই বাস্তব৷ তাই তো দীর্ঘ ৫ বছর বলিউড থেকে দূরে ছিটকে যাওয়া বেকার অভিনেতা আবার খবরের শিরোনামে৷
advertisement
3/11
ববি দেওল৷ ধমেন্দ্রের ছোট ছেলে৷ কেরিয়ারের শুরুতে তাঁর বেশ কয়েকটি ছবি হিট হয়৷ বরসাত, সোলজার, গুপ্ত ছিল সেই তালিকায়৷ কিন্তু একটা সময় আসে যখন তাঁর ছবি আর চলত না৷ ফলে দেওল পরিবারের হওয়া সত্ত্বেও তাঁর কেরিয়ার গ্রাফ তলানিতে চলে আসে৷ তিনি বলিউড থেকে ছিটকে যান৷ কোনও কাজ ছিল না তাঁর৷
advertisement
4/11
একটা সময়ের পর ববির ছবিগুলো ক্রমাগত ফ্লপ হচ্ছিল। ১৯৯৫ সালে বারসাত দিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন, তাঁর ক্যারিয়ারে বেশ কয়েকটি বছর খুবই ভাল ছিল কিন্তু ২০০৪-০৫ এর পরে সবকিছু বদলে যেতে শুরু করে।
advertisement
5/11
এরপর আর সেভাবে কোনও ছবি হিট না হওয়ার ফলে ধীরে ধীরে আর কাজ পাচ্ছিলেন না ববি৷ এমনকী ধর্মেন্দ্রর ছেলে হওয়া সত্ত্বেও তিনি বলিউড থেকে দূরে চলে যান৷
advertisement
6/11
দীর্ঘ পাঁচ বছর এভাবেই চলতে থাকে৷ কফি উইথ করণে এসে সে কথা নিজেই বলেন ববি৷ এই সময় তাঁর মদে আসক্তি বাড়তে থাকে৷ কোনও কাজ করতেন না তিনি৷ তাঁর স্ত্রী চাকরি করতে যেতেন৷ আর তিনি দিনের পর দিন থাকতেন বাড়িতে বসে৷ পুরো পাঁচ বছর ছিল যখন প্রযোজক-পরিচালকরা তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। তখন তিনি বাড়িতে বসে ক্রিকেট খেলতেন এমনকি সংসার চালানোর জন্য ডিজে হিসাবে কাজ করতেন।
advertisement
7/11
তবে সংসারের সমর্থন তিনি পেয়েছেন সবসময়৷ তাঁর স্ত্রী তাঁকে সাহায্য করেছেন৷ এমনকী স্ত্রী সংসার চালাতেন যখন ববি দেওল কাজ করতেন না৷ সেই কথা বারবার বলেছেন ববি৷ এবং স্ত্রীর প্রতি অসম্ভব ভালবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ পেয়েছে তাঁর৷
advertisement
8/11
কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে একটা ফোন কলের পর!সেই কলটি ছিল সলমন খানের যিনি সেই সময় ববিকে রেস ৩-তে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। ববির খুশির সীমা ছিল না। ছবিটি সেভাবে সাড়া না ফেললেও, ববির অভিনয় মানুষের নজর কাড়ে৷ তারপর থেকে ববি দেওল আবার ফিরে আসেন কাজে৷
advertisement
9/11
অ্যানিমল ছবিতে রণবীরকে নিয়ে যতটা চর্চা চলছে, ততটাই বলি দেওলকে নিয়েও আলোচনা হচ্ছে৷
advertisement
10/11
শুধু তাঁর অভিনয় নয়, তাঁর শরীরচর্চা, পেশিবহুল শরীরও এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু৷
advertisement
11/11
শুধু ছবি নয়, ববির এখন বিপুল সংখ্যক ভক্ত তাঁর ওয়েব সিরিজ আশ্রম-এর প্রসংশায় পঞ্চমুখ৷ আশ্রম ওয়েব সিরিজের ফলে ববি দেওল এখন সুপারহিট!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: অভিনেতা মদের নেশায় ডুবে গিয়েছিলেন, বউয়ের টাকায় সংসার চলত! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলিউড নায়ক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল