প্রথম চুমু! বয়সে ৩৬ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে...কাঁপিয়েছিলেন 'বিগ বি'! ৫৭টি পুরস্কার জিতেছিল এই সিনেমা, দেখেছেন?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan Film: অমিতাভ বচ্চনের প্রথম চুম্বন দৃশ্য। ৩৬ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স! ৫৭টি পুরস্কার জয় করেছিল এই ছবি। কোনটা বলুন তো?
advertisement
1/10

অমিতাভ বচ্চন ২০ বছর আগে এমন একটি ছবিতে অভিনয় করেছিলেন, যেখানে তিনি তাঁর চেয়ে ৩৬ বছর ছোট এক অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করেছিলেন। আশ্চর্যের বিষয় হল, এটিই ছিল বিগ বি-র প্রথম চুম্বন দৃশ্য। আর এই ছবি কোনও ৫-১০টি নয়, বরং ৫৭টি পুরস্কার জিতেছিল!
advertisement
2/10
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন পাঁচ দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি বহু আইকনিক চরিত্রে অভিনয় করেছেন। তবে আজ আমরা যে ছবির কথা বলছি, সেটি ছিল তাঁর অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
advertisement
3/10
‘ব্ল্যাক’ ছিল অমিতাভ বচ্চনের প্রথম ছবি, যেখানে তিনি সহ-অভিনেত্রীর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেন। ছবিতে দেখানো হয়, মিশেল তাঁর শিক্ষক দেবরাজের প্রেমে পড়েন এবং তাঁকে চুম্বন করতে বলেন।
advertisement
4/10
অমিতাভ বচ্চন অভিনীত ‘ব্ল্যাক’(Black) মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। ছবিতে রানি মুখার্জিও মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও এই ছবিতে আয়েষা কাপুর, শেরেনাজ প্যাটেল এবং ধৃতিমান চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা বনশালি।
advertisement
5/10
এই ছবিতে রানি মুখার্জি মিশেল নামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যে জন্ম থেকেই অন্ধ ও বধির। অন্যদিকে, অমিতাভ বচ্চনকে এক বৃদ্ধ শিক্ষক দেবরাজের চরিত্রে দেখা গিয়েছিল, যিনি একজন মদ্যপ এবং পরে অ্যালঝাইমার'স রোগে আক্রান্ত হন। গোটা ছবির গল্প এই দুই চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়।
advertisement
6/10
এর পরই তাঁদের মধ্যে একটি রোম্যান্টিক দৃশ্য দেখা যায়। তখন অমিতাভ বচ্চনের বয়স ছিল ৬৩, আর রানি মুখার্জির ২৭। অর্থাৎ, দু’জনের মধ্যে বয়সের পার্থক্য ছিল ৩৬ বছর!
advertisement
7/10
IMDb-র রিপোর্ট অনুযায়ী, ‘ব্ল্যাক’-এর জন্য প্রথমে রানি মুখার্জিকে নয়, বরং করিনা কাপুরকে সই করিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি। তবে পরে তাঁকে ছবি থেকে বাদ দেওয়া হয়। তখন অমিতাভ বচ্চন ও কাপুর পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, আর সেই কারণেই করিনাকে সরিয়ে দেওয়া হয়।
advertisement
8/10
অমিতাভ বচ্চন ও রানি মুখার্জির ‘ব্ল্যাক’ বক্স অফিসে খুব বড় সাফল্য পায়নি। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, ছবিটি ভারতে ৩২.২১ কোটি টাকা আয় করেছিল। বিশ্বব্যাপী এর মোট আয় হয়েছিল ৪০.১৮ কোটি টাকা। বক্স অফিসে ছবিটি গড়পড়তা ব্যবসা করলেও সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
advertisement
9/10
জানলে অবাক হবেন, ‘ব্ল্যাক’ হল বলিউডের অন্যতম কয়েকটি ছবির মধ্যে একটি, যা তুরস্কে রিমেক করা হয়েছিল। ‘Benim Dunyam’ নামে ছবিটি ২০১৩ সালে মুক্তি পায়, যা পরিচালনা করেছিলেন তুর্কি পরিচালক উগুর ইউসেল।
advertisement
10/10
IMDb-তে ‘ব্ল্যাক’ ছবির রেটিং ১০-এর মধ্যে ৮.১। এই ছবির জন্য রানী মুখার্জি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান এবং অমিতাভ বচ্চন পান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। IMDb-র রিপোর্ট অনুযায়ী, ‘ব্ল্যাক’ মোট ৫৭টি পুরস্কার জিতেছিল। আপনি যদি এই মাস্টারপিস দেখতে চান, তাহলে ‘ব্ল্যাক’ ছবিটি নেটফ্লিক্সে দেখতে পাবেন।