Bollywood Actor: দিনে মাত্র ৮০০ টাকা আয় থেকে সারার ‘নায়ক’! অভিনেতার ছবি পেরিয়েছে ১০০ কোটির গণ্ডি, চিনতে পারছেন ‘হ্যান্ডসাম হিরোকে’?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bollywood Actor:বলিউডের এই তরুণ নায়কের ছবি পার করেছে ১০০ কোটির গণ্ডি। তাঁর সুন্দর চেহারা, সেইসঙ্গে তুখোড় অভিনয় নিয়ে চর্চার শেষ নেই।
advertisement
1/11

বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে চর্চার শেষ নেই। তবে তার মাঝেই উঠে এসেছে একাধিক তরুণ প্রতিভা। লড়াই করে সিনে জগতে নিজেদের জায়গা করে নিয়েছেন তাঁরা।
advertisement
2/11
বলিউডের এই তরুণ নায়কের ছবি পার করেছে ১০০ কোটির গণ্ডি। তাঁর সুন্দর চেহারা, সেইসঙ্গে তুখোড় অভিনয় নিয়ে চর্চার শেষ নেই।
advertisement
3/11
তবে অনেক পরিশ্রম করেই বলিউডে নিজের জাত চিনিয়েছেন তিনি। একটি ছবি হিট করতেই রাতারাতি স্টার হয়েছেন। তবে তাঁর যাত্রাপথ মোটেই সহজ ছিল না।
advertisement
4/11
একের পর এক স্ট্রাগল করে তবেই বলিপাড়ায় প্রতিষ্ঠিত নায়কের তকমা পেয়েছেন ‘মুঞ্জিয়া’ খ্যাত অভয় বর্মা। একসময় মাত্র ৮০০ টাকা প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করেছেন তিনি।
advertisement
5/11
হরিয়াণার পাণিপথ থেকে অনেক কম বয়সেই অভিনেতা হওয়ার লক্ষ্যে মুম্বই আসেন অভয়। মুম্বই আসার পর আরও কঠিন লড়াই।
advertisement
6/11
অভয় প্রথমে হৃতিক রোশন-অভিনীত ‘সুপার ৩০’-এ জুনিয়র শিল্পী হিসাবে কাজ করেছিলেন। এই ছবির জন্য তাঁর পারিশ্রমিক ছিল প্রতিদিন ৮০০ টাকা।
advertisement
7/11
অভয় তারপরে ২০১৯ সালে ‘লিটল থিংস’ ওয়েব সিরিজে একটি ছোট চরিত্রে তার অভিনয় করেন। তবে তখনও তিনি বড় কোনও সুযোগ পাননি।
advertisement
8/11
এরপর তিনি মনোজ বাজপেয়ীর বিখ্যাত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ অভিনয়ের সুযোগ পান। এই সিরিজের দ্বিতীয় সিজনে টেরোরিস্টের চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো প্রশংসিত হয়।
advertisement
9/11
অবশ্য মাঝে ২০২০ সালে, তাঁকে ইরফান খান-অভিনীত ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে একটি চরিত্রে অভিনয়ের অফার করা হয়েছিল, কিন্তু তিনি ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন। এখনও সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেন অভয়।
advertisement
10/11
দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে অভয় বলেন, ‘‘ইরফানস্যারের শেষ ছবি, এবং যদি আমি একটি ফ্রেমে তার পাশে দাঁড়ানোর সুযোগ পেতাম তবে এটি আমার সবচেয়ে বড় পুরষ্কার হত।’’
advertisement
11/11
সদ্য মুক্তি অভয় বর্মা অভিনীত ‘মুঞ্জিয়া’। হরর-কমেডি ঘরাণার এই ছবির আয় খানিকটা অপ্রত্যাশিতভাবেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। ‘অ্যায় বতন মেরে বতন’ ছবিতে অভয় সারা আলি খানের বিপরীতে কাজ করেছিলেন।