TRENDING:

দীপিকার ‘ছপক’ লুক দেখে আবেগে ভাসলেন অ্যাসিড হামলার ভুক্তভোগী কঙ্গনার দিদি রঙ্গোলি

Last Updated:
advertisement
1/6
দীপিকার ‘ছপক’ লুক দেখে আবেগে ভাসলেন অ্যাসিড হামলার ভুক্তভোগী কঙ্গনার দিদি রঙ্গোলি
• বরাবরই উজ্জ্বল, দৃঢ়, ব্যক্তিময়ীর চরিত্রে নজর কেড়েছেন দীপিকা ৷ কখনও ‘মস্তানি’, আবার কখনও ‘পদ্মাবতী’ ৷ লড়াকু নারীর গল্প পর্দায় দারুণ ভাবে ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার ৷ তবে এবার নিজের চেনা প্রচলিত গতের বাইরে বেরিয়ে আরও খানিকটা সাহসী পদক্ষেপ নিলেন দীপিকা ৷ রিল লাইফে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের গল্পকেই ফুটিয়ে তুলবেন নায়িকা ৷ সেই ছবির ফার্স্ট লুক গতকালই মুক্তি পেয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
• নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করলেন নায়িকা ৷ ছবিতে দীপিকার ত্বক কুচকানো, ঝলসানো, কিছুটা বিকৃত ৷ তবু মুখের হাসিটি অমলিন ৷ ছবির মধ্যে নৃশংসতা আছে, আছে ভয়ঙ্কর চক্রান্তের গন্ধও ৷ তবু নায়িকার মুখের ওই হাসিটার মধ্যে কোথাও একটা লুকিয়ে রয়েছে না মরতে দেওয়া আত্মবিশ্বাস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
• মেঘনা গুলজারের পরিচালনায় ‘ছপক’ মুক্তি পাবে ২০২০-র ১০ জানুয়ারি ৷ প্রায় এক বছর অপেক্ষা করতে হবে এই সিনেমার জন্য ৷ কিন্তু ইতিমধ্যেই ‘ছপক’ নিয়ে যে পরিমাণ উৎসাহ তৈরি হয়েছে তাতে বোঝাই যাচ্ছে, দীপিকার কামব্যাক ছবি ঝড় তুলবে বক্স অফিসে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
• ছবির ফার্স্ট লুক সামনে আসতেই একের পর এক প্রসংশা বার্তায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ৷ প্রায় গোটা বলিউডেরই প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা-পরিচালিকা জুটি ৷ প্রশংসা করলেন আরও একজন ৷ তবে সেই প্রশংসায় মিশে রয়েছে অনেকটা বুক ভারি হয়ে ওঠা নিঃশ্বাস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
• তিনি কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল ৷ রঙ্গোলি নিজেও একজন অ্যাসিড হামলার ভুক্তভোগী ৷ তাই দীপিকার পোড়া আর কুঁচকে যাওয়া চামড়া, বিকৃত মুখ দেখেই নিজের অন্ধকার অতীতে ডুব দিয়েছেন রঙ্গোলি ৷ ট্যুইটারে প্রশংসা করেছেন, পাশাপাশি নিজের অতীতের কথাও মনে করেছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
• জানা যায়, রঙ্গোলি হিমাচল প্রদেশের প্রথম অ্যাসিড অ্যাটাক সারভাইভার ৷ অবিনাশ নামের এক যুবক তাঁর উপর হামলা চালায় ৷ অবিনাশকে গ্রেফতার করা হয় ৷ ২০০৬ সালে এই হামলার পর রঙ্গোলির মুখের অনেকাংশ পুড়ে যায় এবং একটি চোখের ৯০ শতাংশ দৃষ্টি শক্তি চলে যায়। একটা কান নষ্ট হয়ে যায়। পরে ৫৭টি অস্ত্রপচারের মাধ্যমে অনেকটা স্বাভাবিক চেহারা ফিরে পান রঙ্গোলি। ছবি: ইনস্টাগ্রাম ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
দীপিকার ‘ছপক’ লুক দেখে আবেগে ভাসলেন অ্যাসিড হামলার ভুক্তভোগী কঙ্গনার দিদি রঙ্গোলি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল