Bollywood Rich Wives: বলিউড সুপারস্টারদের বড়লোক বউ! কোটি টাকার মালকিন, স্বামীদের সঙ্গে ভুলেও মুখ দেখাতে চান না সিনেমায়, অভিনেতাদের অচেনা ঘরণীদের চিনুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Superstars Super Rich Wives: ৫ জন বিখ্যাত অভিনেতার স্ত্রী সম্পত্তির পরিমাণ প্রায় তাঁদের স্বামীদের সমান। তবে কোনও দিনই সিনেমা বা ক্যামেরার সামনে আসতে চান না তাঁরা৷
advertisement
1/6

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের ভক্ত সংখ্যা প্রচুর৷ তাঁদের গ্ল্যামারাস লাইফস্টাইল তো বটেই পরিচিত মুখ হওয়ায় তাঁরা সর্বক্ষণই খবরে থাকেন৷ তবে তাঁদের স্ত্রীরাও কম যান না৷ রীতিমতো স্বামীদের টেক্কা দেন তাঁদের স্ত্রীরা৷ ৫ জন বিখ্যাত অভিনেতার স্ত্রী সম্পত্তির পরিমাণ প্রায় তাঁদের স্বামীদের সমান। তবে কোনও দিনই সিনেমা বা ক্যামেরার সামনে আসতে চান না তাঁরা৷
advertisement
2/6
অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুর৷ তিনি একজন সফল ব্যবসায়ী৷ চলচ্চিত্রে অভিনয় করতে একেবারেই পছন্দ করেন না তিনি৷ তিনি একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের তালিকায় অন্তর্ভুক্ত। তাঁর ডিজাইন করা গহনা রাজপরিবারের সদস্য থেকে শুরু করে সেলিব্রিটি সবাই পরেন। ফোর্বস এবং বিজনেস ইনসাইডার অনুসারে, সুনিতা কাপুরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা
advertisement
3/6
সুনীল শেঠির স্ত্রী মানা শেঠির নিজস্ব পরিচয় রয়েছে৷ মানা শেঠি শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি একজন সফল সমাজকর্মী এবং রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত। সুনীল শেঠির স্ত্রী মানা শেঠি 'আর-হাউস' নামে একটি লাইফস্টাইল স্টোর চালান। মানার নামে ২৮.২৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
advertisement
4/6
সানি দেওলের সুন্দরী স্ত্রী পূজা দেওল সম্পর্কে খুব কম মানুষই জানেন। পূজা দেওল পেশায় একজন লেখিকা৷ সানি দেওলের ছবি 'ইয়ামলা পাগলা দিওয়ানা'-এর স্ক্রিন প্লে লিখেছেন পূজা। পূজা লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন৷ তিনি লাইমলাইট থেকে দূরে থাকেন এবং তার পরিবার এবং সন্তানদের যত্ন নেন। ২০১৯ সালে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায়, সানি দেওল তার স্ত্রীর সম্পদের বিবরণ দিয়েছিলেন, যা অনুসারে পূজার সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি টাকা।
advertisement
5/6
জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফও কম নন। আয়েশার ফিল্ম জগতের সঙ্গে যোগ ছিল। বর্তমানে তিনি পর্দার আড়ালে সবকিছু পরিচালনা করেন। আসলে আয়েশা শ্রফ প্রযোজক। জ্যাকি শ্রফের সঙ্গে তিনি ডে কোম্পানি জ্যাকি শ্রফ এন্টারটেইনমেন্ট লিমিটেড চালান। আয়েশা ৭.৮ কোটি টাকার মালিক।
advertisement
6/6
সবশেষে আসা যাক শাহরুখ পত্নী গৌরীর কথায়৷ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান একাধিকবার বলেছেন, তিনি সিনেমায় কাজ করতে একদমই পছন্দ করেন না। শাহরুখ খানের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করার সুযোগ পেলেও তিনি ছবিতে কাজ করবেন না। গৌরী খান শাহরুখ খানের মতো বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। তিনি শুধু শাহরুখ খানের স্ত্রী হিসেবেই সিনেমা জগতে পরিচিত নন। বরং তাদের নিজস্ব একটা আলাদা পরিচয় আছে।এছাড়াও তিনি একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার এবং প্রযোজক। এ ছাড়া স্বামীর সঙ্গে দুবাইয়ে ব্যবসা করেন তিনি। দুবাইতে তাঁর ১৮হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে। জানা যায় যে গৌরীর প্রায় ১৬০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।