TRENDING:

একসঙ্গে কাজ করলেন গুলজার সাহাব, জাকির হুসেনও দীপক পণ্ডিত

Last Updated:
অ্যালবমের গান গুলোর সুর করেছেন ভিওলিনিস্ট ও সুরকার দীপক পণ্ডিত জি। গুলজার সাহাবের দারুণ পছন্দ হয়েছে এই অ্যালবমের সুর। প্রতিভার গায়কীতেও মুগ্ধ তিনি।
advertisement
1/6
একসঙ্গে কাজ করলেন গুলজার সাহাব, জাকির হুসেনও দীপক পণ্ডিত
•একসঙ্গে কাজ করলেন গুলজার সাহাব, জাকির হুসেইন, দীপক পণ্ডিত। প্রতিভা সিং বেগহেল-এর প্রথম অ্যালবম 'বোলে নয়না'-র জন্য ঘটল এই মেলবন্ধন।
advertisement
2/6
•'বলে নয়না' (সাইলেন্স স্পিকস) প্রবীন শিল্পী ও নতুনদের একসঙ্গে এনেছে। এই অ্যালবমের টাইটেল ট্র্যাক অনেক অজানা অনুভূতির কথা বলে, যা শব্দ নয় শুধু চাহনি দিয়ে ব্যক্ত করা যায়। এই সব সূক্ষ্ম অনুভূতির কথা বলে এই অ্যালবম।
advertisement
3/6
•এই অ্যালবমের গানগুলো লিখেছেন গুলজার সাহাব। তাঁর সায়েরী, তাঁর কবিতার গভীরতা ঠিক কতটা, তা আমাদের সকলেরই জানা। এই অ্যালবম এর ব্যতিক্রম নয়। ভালবাসার না বলতে পারা অনুভূতির কথা বলে এই অ্যালবমের প্রত্যেকটা গান। কথা, সুর গায়কী সবেতেই রয়েছে ঠেহেরাও।
advertisement
4/6
•অ্যালবমের গান গুলোর সুর করেছেন ভিওলিনিস্ট ও সুরকার দীপক পণ্ডিত জি। গুলজার সাহাবের দারুণ পছন্দ হয়েছে এই অ্যালবমের সুর। প্রতিভার গায়কী শুনেও মুগ্ধ তিনি।
advertisement
5/6
•জাকির জির প্রসঙ্গে গুলজার সাহাব বলেছেন, 'ওঁর আঙুলে জাদু রয়েছে। কী অসাধারণ সব সুর-তাল সৃষ্টি করতে পারে। এই পুরো কাজটাই ও খুব অনায়াসে করে থাকে। দীপক পণ্ডিতজি ও গুলজার সাহেবের সঙ্গে কাজ করেও খুব খুশি জাকির জি। এই অ্যালবমটি বানানোর অন্যতম উদ্যোক্তা দীপক পণ্ডিত জি। তাঁর কথায়, 'আমি ২০০ টির কাছাকাছি অ্যালবম করেছি। হিন্দি ছবিতেও কাজ করেছি। তবে বোলে নয়না একেবারে অন্য রকম একটা কাজ। আমি নিজের সব টুকু দিয়ে এই গানগুলো বানিয়েছি। ৬টি গান রয়েছে এই অ্যালবমে।'
advertisement
6/6
•শাস্ত্রীয় সঙ্গীতের টিউন ব্যবহার করেছেন দীপক জি। ঠুমরি, কাজরির আধিক্য রয়েছে। সুফিস্করের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে এই অ্যালবমটি। অ্যালবম লঞ্চের দিন হাজির ছিলেন হারিহরণ জি, সলিম, পাপন, রিচা শর্মা, অনুপ জলটা ও আরো অনেকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
একসঙ্গে কাজ করলেন গুলজার সাহাব, জাকির হুসেনও দীপক পণ্ডিত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল