Bobby Deol Hidden Love Story: বাবা ধর্মেন্দ্রর মতো ছেলে ববিও প্রেমে খিলাড়ি! ৫ বছর ধরে ঘুরিয়েছেন এই সুন্দরী নায়িকাকে, করেননি বিয়ে! বহুযুগ পর নীরবতা ভাঙলেন নায়িকা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
৯দশকের এক সুন্দরী জনপ্রিয় নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করতেন ববি৷ যদিও সেই সম্পর্ক টেকেনি৷ তৃতীয় কোনও ব্যক্তির কারণেই সম্পর্ক ভাঙে তাঁদের৷ বহুদিন পর নীরবতা ভাঙেন নায়িকা৷
advertisement
1/12

প্রথম বউ এবং বাচ্চা থাকার পরও হেমার প্রেমে হাবুডুবু খান ধর্মেন্দ্র৷ দ্বিতীয়বার বিয়েও করেন৷ যা নিয়ে তাঁদের সংসারে বেশ অশান্তি হয়৷ পরে যদিও দুই বউকে ভালভালেই সামলেছেন ধর্মেন্দ্র৷
advertisement
2/12
বলিউডে পাওয়ার হাউজ অভিনেতাদের মধ্যে অবশ্যই রয়েছে তাঁর নাম৷ এমনকী তাঁর দুই ছেলে সানি এবং ববিও জনপ্রিয়৷
advertisement
3/12
বিশেষ করে গাদার ২ এবং দ্যা অ্যানিমেল ছবির পর যেন দেওল পরিবারে উৎসবের মেজাজ থামছে না৷ গত বছরের ২টি ছবিই সুপার ডুপার হিট! বড়পর্দায় কামব্যাক করেছেন সানি ও ববি দু’জনেই৷ ফের চর্চায় তাঁরা৷ ফলে আবার আলোচনা হতে শুরু হয়েছে তাঁদের লাভ লাইফ৷ যেখানে সানির থেকে ববি কিছুটা এগিয়ে৷
advertisement
4/12
৯দশকের এক সুন্দরী জনপ্রিয় নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করতেন ববি৷ যদিও সেই সম্পর্ক টেকেনি৷ তৃতীয় কোনও ব্যক্তির কারণেই সম্পর্ক ভাঙে তাঁদের৷ বহুদিন পর নীরবতা ভাঙেন নায়িকা৷
advertisement
5/12
তবে অনেকে আবার বলেন যে বাড়িতে কোনও নায়িকাকে ছেলের বউ হিসেবে দেখতে চাননি ধর্মেন্দ্র৷ ফলে এই প্রেম ভেঙে যাওয়ার পিছনে তাঁরও ভূমিকা রয়েছে, এমনও খবর শোনা যায়৷
advertisement
6/12
কে এই সুন্দরী? যিনি ববির জন্য ছিলেন পাগল? প্রেমও করেছেন চুটিয়ে! তবে শেষ পর্যন্ত ঘর বাঁধতে পারেননি?
advertisement
7/12
তিনি আর কেউ নন, নীলম কোঠারি৷ নব্বই দশকের অন্যতম সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত 'জওয়ানি' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং প্রথম ছবি থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। এই সময়কালে অনেক অভিনেতার সঙ্গেও এই অভিনেত্রীর নাম জড়িয়ে যায়। ধর্মেন্দ্রর ছেলে এবং বলিউড অভিনেতা ববি দেওলের সঙ্গেও নীলমের নাম জড়িয়েছিল। প্রায় ৫ বছর সম্পর্ক ছিল দু’জনের। এমন পরিস্থিতিতে খুব শিগগিরই দুজনে বিয়ে করবেন বলেও কথা ছিল। কিন্তু হঠাৎ তাঁদের বিচ্ছেদ হয়৷
advertisement
8/12
নীলম জানিয়েছেন যে দু’জনের সম্মতিতেই তাঁদের বিচ্ছেদ হয়৷
advertisement
9/12
যদিও এই সময় পূজা ভাট্টের সঙ্গে ববির একটা সম্পর্র তৈরি হয়েছিল বলে খবর৷
advertisement
10/12
ধর্মেন্দ্রর আপত্তিও অনেকে প্রেম ভাঙার কারণ হিসেবে মনে করেন
advertisement
11/12
এই গুঞ্জনকে একেবারেই পাত্তা না দিয়ে নীলম জানিয়েছেন যে শুধুমাত্র একজন নায়কের স্ত্রী হিসেবে তিনি জীবন কাটাতে চাইছিলেন না৷ এতে তাঁর মধ্যে একটা অসহায়তা বোধ কাজ করছিল৷ তিনি আশাবাদী ছিলেন যে পরিস্থিতি বদলাবে, তবে সেটা হয়নি৷ এবং অনেক দেরিতেই সরে আসার সিদ্ধান্ত নেন নীলম৷
advertisement
12/12
ববি দেওল ছাড়াও গোবিন্দার সঙ্গেও নাম জড়িয়েছিল নীলমের। দু’জনে একসঙ্গে এক ডজনেরও বেশি সিনেমা করেছেন। এই সময়ে নাকি দু’জনের ঘনিষ্ঠতা বেড়ে যায়। গোবিন্দ নীলমকে খুব ভালবাসতেন, কিন্তু ততক্ষণে তাঁর বাগদান হয়ে গিয়েছিল। গোবিন্দও তার মায়ের কথা উপেক্ষা করেননি এবং এই কারণে তিনি নিজেকে নীলম থেকে দূরে সরিয়ে নেন এবং সুনিতাকে বিয়ে করেন।