Bobbly Deol Viral Love Story: তাস খেলায় হেরে টাকা দেননি ববি দেওল, বদলে সুন্দরী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যা করেছেন অবিশ্বাস্য; বলিউডের 'চুপকথা'!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bobbly Deol Viral Love Story: পর্দা থেকে অনেক দূরে কাজের অভাবে পরিস্থিতি এমন হয়েছিল যে মদের নেশায় ডুবে গিয়েছিলেন ববি দেওল।
advertisement
1/9

বরসাত, সোলজার, গুপ্ত-এর মতো ছবিতে একসময় নজর কেড়েছিলেন ধর্মেন্দ্রর ছেলে ও সানি দেওলের ভাই ববি দেওল। কিন্তু মাঝে একেবারেই হারিয়ে যান। পর্দা থেকে অনেক দূরে কাজের অভাবে পরিস্থিতি এমন হয়েছিল যে মদের নেশায় ডুবে গিয়েছিলেন ববি।
advertisement
2/9
সম্প্রতি নিজেই কফি উইথ করণের কাউচে একথা বলেছেন তিনি। পরে ফের ওটিটি-র দৌলতে এমন কামব্যাক করেছেন ববি যে, এই মুহূর্তে দর্শকের অন্যতম প্রিয় অভিনেতার তালিকায় রয়েছেন ববি দেওল।
advertisement
3/9
আপনি কখনও ববি দেওলের প্রেম কাহিনি নিয়ে শুনেছেন? তাঁর স্ত্রী তানিয়াকে দেখেছেন? এত বড় পরিবারের পুত্রবধূকে দেখেছেন?
advertisement
4/9
তাঁকে বড় বেশি দেখা যায় না। কিন্তু যখনই প্রকাশ্যে আসেন, চোখ ধাঁধিয়ে দেন। ববির দাদা সানির ছেলে করণের বিয়ের আসরেও ববির রূপসী পত্নী ভাইরাল হয়েছিলেন কয়েক মাস আগে! কী করেন তানিয়া?
advertisement
5/9
তানিয়ার বাবা দেবেন্দ্র আহুজা শুধু কোটিপতি নন, বিপুল সম্পত্তির মালিক। ১৯৯৬ সালে তানিয়ার সঙ্গে বিয়ে হয় ববির।
advertisement
6/9
দেওল পরিবারের বাকি বধূদের মতো তানিয়াও প্রচারের আলো থেকে দূরেই থেকেছেন। ববির সঙ্গে তাঁর দুই পুত্র। তাঁদের নাম আর্যমান এবং ধর্ম দেওল।
advertisement
7/9
ববি এবং তানিয়ার প্রথম দেখা এক অনুষ্ঠানে। একটি সাক্ষাৎকারে তানিয়ার কথায়, 'দিওয়ালি ছিল। আমি তাস খেলতে গিয়েছিলাম চাঙ্কি পাণ্ডের বাড়িতে। ববি এল এবং আমার সঙ্গে বসে একই টেবিলে আমার সঙ্গে তাস খেলল। আমার কাছে হেরে যাচ্ছিল বার বার। কিন্তু কিছুতেই আমায় টাকা দেবে না। বলল, আমায় খাওয়াতে নিয়ে যাবে তার বদলে। আমি ভাবছিলাম, সমস্যাটা কী এই ছেলেটার?' বলিউড তারকার সঙ্গে তানিয়ার প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা এমনই।
advertisement
8/9
তানিয়া জানান, পরে ববি তাঁকে ফোন করেছিলেন। অনেক রাত তখন। তানিয়া বলেছিলেন, 'আমি ঘুমিয়ে পড়েছিলাম। কাল ফোন করব কেমন?' ববি নাকি এর জবাবে বলেন 'জানো না আমি কে?'
advertisement
9/9
এর পর আর ফোন রাখতে পারেননি তানিয়া। ববি যা বলেছিলেন সেটা মন্ত্রমুগ্ধের মতো শুনে গিয়েছেন বাকি জীবন। তাঁদের দাম্পত্যজীবন আড়ালে থাকলেও দু'জনেই সুখী।