TRENDING:

বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে উদীয়মান ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের চিন্তাভাবনার আদান-প্রদান, কলকাতায় আয়োজিত হল ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল

Last Updated:
Blue Bird Film festival: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫টি দেশের চলচ্চিত্র পরিচালক এবং সিনেপ্রেমীরা। ভারতের ১০টি রাজ্যের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। মঞ্চ হয়ে উঠেছিল দেশি-বিদেশি সিনেমার মিলনমেলা। ইভেন্টে সিনেমার বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
advertisement
1/7
বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের মেলবন্ধন
ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোগে কলকাতার একটি ক্যাফেতে আয়োজিত হল বার্ষিক গালা ইভেন্ট। বুধবার রবীন্দ্রজয়ন্তীর দিন এই অনুষ্ঠানে আন্তর্জাতিক চলচ্চিত্র, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উদযাপন করলেন চলচ্চিত্র অনুরাগীরা।
advertisement
2/7
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫টি দেশের চলচ্চিত্র পরিচালক এবং সিনেপ্রেমীরা। ভারতের ১০টি রাজ্যের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। মঞ্চ হয়ে উঠেছিল দেশি-বিদেশি সিনেমার মিলনমেলা। ইভেন্টে সিনেমার বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্র নির্মাতা এবং ফটোগ্রাফারদের স্বীকৃতি প্রদান ছিল মূল আকর্ষণ।
advertisement
3/7
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বিভাগে ইতালির পরিচালক আন্তোনেলিনো ডেইডিনো তাঁর ‘টুয়েলভথ অফ এপ্রিল’, ইতালির আরেক বিখ্যাত পরিচালক হ্যান্স ক্রিশ্চিয়ান হাউস তাঁর ‘ওডিসিয়াস রিটার্ন টু ইথাকা’ এবং যুক্তরাজ্যের ডেনিস রোজ তাঁর ‘সু’জ’ চলচ্চিত্রের জন্য জিতে নেন সেরার পুরস্কার। সিনেমাগুলির ট্রেলার দেখানো হয় দর্শকদের।
advertisement
4/7
ভারতের বিভিন্ন রাজ্যের সৃজনশীল চলচ্চিত্র নির্মাতাদেরও এদিন পুরস্কার প্রদান করা হয়। বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম বিভাগে ‘লাইফ ইজ বিউটিফুল’ সিনেমার জন্য পুরস্কার জেতেন কলকাতার প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা কল্লোল মুখোপাধ্যায়।
advertisement
5/7
জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় বার্ষিক গালা ইভেন্ট। মঞ্চ তখন তেরঙ্গা। দেশপ্রেমের উচ্ছ্বাস ঝড় তোলে দর্শক হৃদয়েও। সারাদিনব্যাপী অনুষ্ঠান যেন ক্যালিডোস্কোপ। শুরু থেকে শেষ পর্যন্ত বিমোহিত ছিলেন দর্শকরা। বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে উদীয়মান ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের চিন্তাভাবনার আদাল প্রদানের মঞ্চ ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল।
advertisement
6/7
নিজেদের কাজ নিয়ে বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার সুযোগ। মত বিনিময়ের প্ল্যাটফর্ম। চলচ্চিত্র সংস্কৃতির প্রাণশক্তিতে অবদান রাখার প্রয়াস। লেখক এবং পরিচালকের মেলবন্ধন ঘটানোর সবচেয়ে বড় জায়গা। এই সব কিছু নিয়েই প্রতি বছর আয়োজিত হয় বার্ষিক গালা ইভেন্ট।
advertisement
7/7
সিনেপ্রেমী ও চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত যোগদানে ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যালের গালা ইভেন্ট ঝলমলিয়ে উঠেছে বারবার। হয়ে উঠেছে বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের মঞ্চ। সিনেমা জগতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছে ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল। দেশ-বিদেশের সিনেমাপ্রেমী দর্শকদের একত্রিত করেছে। অনুপ্রাণিত করেছে। পাশাপাশি প্রমাণ করেছে সিনেমার শক্তি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে উদীয়মান ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের চিন্তাভাবনার আদান-প্রদান, কলকাতায় আয়োজিত হল ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল