TRENDING:

Blockbuster Film: ১১ জন নামীদামি অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন একসঙ্গে! তারকা-খচিত এই ছবি বক্স অফিসে পেয়েছিল প্রচুর সাফল্য

Last Updated:
Blockbuster Film Nagin 1976: এই তারকাদের মধ্যে অন্যতম হলেন সুনীল দত্ত, ফিরোজ খান, জিতেন্দ্র এবং সঞ্জয় খানের মতো বলিষ্ঠ অভিনেতারা। তবে এত তারকার মাঝেও আলাদা ভাবে নজর কেড়েছিলেন এক অভিনেত্রী। নিজের সৌন্দর্য ও অভিনয়ের জাদুতে সকলের মন ভরিয়ে দিয়েছিলেন।
advertisement
1/7
১১ জন নামীদামি অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন একসঙ্গে! এই ছবির বক্স অফিস রিপোর্ট
প্রায় ৪৭ বছর আগে মুক্তি পেয়েছিল ছবিটি। সমকালীন বহু তারকাই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন ঠিকই। কিন্তু ওই ছবিতে কাজ করে ১১ জন সুপারস্টার রীতিমতো অনন্য ইতিহাস গড়েছিলেন। এই তারকাদের মধ্যে অন্যতম হলেন সুনীল দত্ত, ফিরোজ খান, জিতেন্দ্র এবং সঞ্জয় খানের মতো বলিষ্ঠ অভিনেতারা। (Photo Credit: Pinterest)
advertisement
2/7
তবে এত তারকার মাঝেও আলাদা ভাবে নজর কেড়েছিলেন এক অভিনেত্রী। নিজের সৌন্দর্য ও অভিনয়ের জাদুতে সকলের মন ভরিয়ে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, অভিনেত্রী রিনা রায়!
advertisement
3/7
১৯৭৩ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন রাজকুমার কোহলি। ‘কাহানি হাম সব কি’ ছবির পরেই এক নতুন গল্প তৈরি করে তা শুনিয়েছিলেন বিনোদ খান্না, ধর্মেন্দ্র, রাজকুমার, নীতু সিং এবং সায়রা বানুর মতো অভিনেতা-অভিনেত্রীদের। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তাঁরা। তবে বাধা-বিপত্তি সত্ত্বেও ১৯৭৬ সালে মুক্তি পায় রাজকুমারের ছবি ‘নাগিন’। যা রাতারাতি হইচই ফেলে দেয়। (Photo Credit: Pinterest)
advertisement
4/7
আইএমবিডি-র প্রতিবেদন অনুযায়ী, পরিচালক যখন এই ছবিটি তৈরির কথা ভেবেছিলেন, তখনই ঘোষণা করেছিলেন যে, নায়িকার বিপরীতে ফিল্ম ইন্ডাস্ট্রির পাঁচ বড় ভিলেনকে চুক্তিবদ্ধ করবেন। কিন্তু পরে মত বদল করেন তিনি। খলনায়কের পরিবর্তে বি-টাউনের পাঁচ বড় নায়ককে চুক্তিবদ্ধ করে এক ভিন্ন ইতিহাস সৃষ্টি করেন পরিচালক।
advertisement
5/7
১ কোটি টাকা বাজেটে তৈরি হলেও গোটা বিশ্বে এই ছবির সংগ্রহ ছিল প্রায় ৭ কোটি টাকা। আর সবথেকে বড় কথা হল, ‘নাগিন’ ছবিটির হাত ধরেই বলিউডে প্রবেশ করেছিল ইচ্ছাধারী নাগ-নাগিনীর কনসেপ্ট। পাঁচ সুপারস্টারের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন কবীর বেদি, বিনোদ মেহরা, রঞ্জিত, অনিল ধাওয়ান, রেখা, মুমতাজ, যোগিতা বালি, জগদীপ, তুনতুন, সুলোচনা লটকর এবং অনিতা গুহের মতো তারকারাও। আর এই ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন রিনা রায়।
advertisement
6/7
এমনকী, বর্তমানে যখন এই কনসেপ্টের উপর ছবি কিংবা ধারাবাহিক তৈরি হয়, তখনও নাগিন-রূপে রিনা রায়ের মুখটাই ভক্তদের চোখে ভেসে ওঠে। এর আগে বেশ কিছু ছবিতে অভিনয় করলেও ‘নাগিন’ ছবির মতো জনপ্রিয়তা কোনও ছবিই তাঁকে দিতে পারেনি। অভিনেত্রীর কেরিয়ারের প্রথম ব্লকবাস্টার ছবিই ছিল ‘নাগিন’।
advertisement
7/7
আসলে শোনা যায় যে, অভিনেতা সুনীল দত্ত এবং জিতেন্দ্র একসঙ্গে মিলে রাজকুমার কোহলিকে রীনা রায়ের নাম জানিয়েছিলেন। আর এই ছবিটি ব্লকবাস্টার প্রমাণিত হওয়ার পর রাজকুমার কোহলির অত্যন্ত প্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন রিনা। পরিচালকের প্রায় প্রতিটি ছবিতেই দেখা যেত তাঁকে। আর সব ক’টি ছবিই হিট বলে প্রমাণিত হয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Blockbuster Film: ১১ জন নামীদামি অভিনেতা-অভিনেত্রী কাজ করেছেন একসঙ্গে! তারকা-খচিত এই ছবি বক্স অফিসে পেয়েছিল প্রচুর সাফল্য
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল