TRENDING:

Birbhum News: সীমান্তে হইচই কাণ্ড...! গড়ে উঠল নতুন ‘ঘুমটিলা স্টেশন’! দেখতে ছুটছেন সবাই! হাজির পরিচালক কৌশিক গাঙ্গুলি

Last Updated:
Birbhum News: বীরভূম ও ঝাড়খণ্ড সীমান্তের নির্জন পাহাড়ি প্রান্তরে এবার সিনেমার আলো। ঝাড়খণ্ডের দুমকা জেলার মাসাঞ্জোর ড্যাম সংলগ্ন মুরজোড়া ও বাঁশকুলি গ্রামের নিকটে, সিঙ্গারী পাহাড়ের পাদদেশে তৈরি হয়েছে এক অভিনব সিনেমা সেট ‘ঘুমটিলা’ রেলস্টেশন। এই সেট ঘিরেই বর্তমানে চলছে কৌশিক গাঙ্গুলীর নতুন বাংলা ছায়াছবি 'ওয়েটিং রুম'-এর শ্যুটিং।
advertisement
1/5
সীমান্তে হইচই কাণ্ড...! ‘ঘুমটিলা স্টেশন’ দেখতে ছুটছেন সবাই! হাজির পরিচালক কৌশিক গাঙ্গুলি
বীরভূম ও ঝাড়খণ্ড সীমান্তের নির্জন পাহাড়ি প্রান্তরে এবার সিনেমার আলো। ঝাড়খণ্ডের দুমকা জেলার মাসাঞ্জোর ড্যাম সংলগ্ন মুরজোড়া ও বাঁশকুলি গ্রামের নিকটে, সিঙ্গারী পাহাড়ের পাদদেশে তৈরি হয়েছে এক অভিনব সিনেমা সেট ‘ঘুমটিলা’ রেলস্টেশন। এই সেট ঘিরেই বর্তমানে চলছে কৌশিক গাঙ্গুলীর নতুন বাংলা ছায়াছবি 'ওয়েটিং রুম'-এর শ্যুটিং।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তাঁর চরিত্রের নাম দীপা। এক নারীর পঁচিশ বছরের মানসিক যাত্রাপথ ফুটে উঠবে এই চলচ্চিত্রে। পরিচালক কৌশিক গাঙ্গুলীর মতে, 'এই ছবিতেও শুভশ্রীর অভিনয়ে একেবারে নতুনত্ব আসছে।' তিনি চরিত্রটি ফুটিয়ে তুলতে সম্পূর্ণ মনোযোগী। প্রচুর পরিশ্রম করছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
এই ছবিতে আরও অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্য ও অনন্যা চ্যাটার্জি। শুভশ্রীর সঙ্গে অভিনয়ের পাশাপাশি রাজ চক্রবর্তীও প্রায়ই ছেলে ইউহানকে নিয়ে সেটে উপস্থিত থাকেন। পরিচালক হিসেবে কৌশিক গাঙ্গুলী নিজেও নজর রাখছেন প্রতিটি দৃশ্যের ওপর।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
জানা গেছে, এই ছবির একাধিক দৃশ্যে অভিনয়ের সুযোগ পেয়েছেন বীরভূম জেলার স্থানীয় শিল্পীরাও। প্রতিদিনই শতাধিক সিনেপ্রেমী দর্শক ভিড় জমাচ্ছেন শ্যুটিং স্পটে, যদিও ছবি তোলা ও ভিডিও করার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
বীরভূমের রাজনগর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে এই মনোরম শ্যুটিং স্পট। মোটরবাইক বা ছোট গাড়িতে পৌঁছনো যায় খুব সহজেই। সীমান্তবর্তী এই পাহাড়ি অঞ্চল এখন দু'ই রাজ্যের সিনেমাপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/বিনোদন/
Birbhum News: সীমান্তে হইচই কাণ্ড...! গড়ে উঠল নতুন ‘ঘুমটিলা স্টেশন’! দেখতে ছুটছেন সবাই! হাজির পরিচালক কৌশিক গাঙ্গুলি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল