জলে শরীর ডুবিয়ে স্বামীর সোহাগে মত্ত বিপাশা...দেখুন ব্যক্তিগত অ্যালবাম
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
রবিবার করণ সিং গ্রোভারের জন্মদিন। তার আগেই বিপাশা স্বামীকে নিয়ে ছুটি কাটাতে উড়ে গিয়েছে মলদ্বীপ।
advertisement
1/5

*তারকা মানেই তাঁর সঙ্গে সঙ্গে এগিয়ে চলে সাফল্য, খ্যাতি, জনপ্রিয়তা, ফ্যানদের ভালবাসা, লাক্সারি লাইফস্টাইল...৷ আবার পাশাপাশি রয়েছে বিতর্ক, সমালোচনা, খ্যাতির বিড়ম্বনাও ৷ কোনও ছবি বা কমেন্ট পোস্ট করলেই তা নিয়ে শুরু হয়ে যায় চর্চা অথবা জল্পনা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
* ছবিতে দেখা যাচ্ছে বিপস এবং করণ মলদ্বীপের সমুদ্রের সঙ্গে মিশে যাওয়া ডিপ পুলে ঘনিষ্ঠভাবে জলকেলি করছেন। ছবি পোস্ট করে বিপস লিখেছেন 'Me & Mine'। কোনও ছবিতে স্বামীর সোহাগে, আবেগে বন্ধ হয়ে গিয়েছে বিপাশার চোখ। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
*রবিবার করণ সিং গ্রোভারের জন্মদিন। তার আগেই বিপাশা স্বামীকে নিয়ে ছুটি কাটাতে উড়ে গিয়েছে মলদ্বীপ। সেখানকার বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিপাশা। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
* বিপাশা বসুর ইনস্টাগ্রাম জুড়ে রয়েছে করণের সঙ্গে কাটান বহু ঘণিষ্ঠ মুহূর্তের ছবি। এছাড়াও 'ফিটনেস ফ্রিক' এই দম্পতি তাঁদের ফিটনেস ট্রেনিংয়ের বহু ছবিও পোস্ট করেন নিয়মিত। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
* বিপাশা এবং করণ ২০১৬ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। অ্যালোন নামে একটি ভূতের ছবি শুটিংয়ের সময় তাঁরা পরস্পর পরস্পরের কাছে আসেন। বিয়ের পর থেকেই একসঙ্গে প্রায়ই ঘুরতে যান এই দম্পতি। সেই ছবি পোস্ট ও করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়। ছবি: ইনস্টাগ্রাম ৷