TRENDING:

Jay Kotak Wedding: ধনকুবের কোটাক-পুত্রের সঙ্গে বিয়ে প্রাক্তন ‘মিস ইন্ডিয়া’র! কনেকে কোন সিনেমায় দেখেছেন বলুন তো!

Last Updated:
Jay Kotak Wedding: রণবীর সিংয়ের ৮৩ ছবিতেও অভিনয় করেছিলেন অদিতি। তা ছাড়া একাধিক হিন্দি এবং তেলুগু ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তারপর হঠাৎ আমেরিকা গিয়ে এমবিএ করা শুরু করেন তিনি।
advertisement
1/7
বিয়ে করলেন ধনকুবের কোটাক-পুত্র, কনে প্রাক্তন ‘মিস ইন্ডিয়া’কে কোন সিনেমায় দেখেছেন
বিলিয়নেয়ার ব্যাঙ্কার। উদয় কোটাক। তাঁরই ছেলে এবার ছাদনাতলায়। গত ৭ নভেম্বর, মঙ্গলবার ধনকুবেরের ছেলে জয় কোটাক বিয়ে করলেন অদিতি আর্যকে। ২০১৫ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতে এসেছিলেন কনে।
advertisement
2/7
সদ্য তাঁদের ছবি ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। ধনবকুবের এবং মডেলের বিয়ের ছবিতে মুগ্ধ নেটপাড়া। অদিতি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করেন মাঝেমধ্যে। বিয়ের লাল লহেঙ্গাতেও অপরূপ দেখাচ্ছিল অদিতিকে।
advertisement
3/7
রণবীর সিংয়ের ৮৩ ছবিতেও অভিনয় করেছিলেন অদিতি। তা ছাড়া একাধিক হিন্দি এবং তেলুগু ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তারপর হঠাৎ আমেরিকা গিয়ে এমবিএ করা শুরু করেন তিনি।
advertisement
4/7
মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বিয়ে করেছেন তাঁরা। জয় কোটাক নিজেই ছবিগুলি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বেশি কিছু না, কেবল বিয়ের তারিখ এবং বর-কনের নাম লিখে মুহূর্তগুলিকে মেলে ধরেছেন।
advertisement
5/7
এই বছরই বাগদান সারেন অদিতি এবং জয়। সেই সময়ে জয় নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অদিতিকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘আমার বাগদত্তা, মিস অদিতি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেছে। আমি গর্বিত তোমায় নিয়ে।’
advertisement
6/7
জয় নিজে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন। ইতিহাস এবং অর্থনীতি তাঁর বিষয় ছিল। এরপর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ শেষ করেছেন জয়।
advertisement
7/7
বাবা, উদয় কোটাকের নিজস্ব ব্যাঙ্কের ডিজিটাল-ফার্স্ট মোবাইল ব্যাঙ্কের শাখার ভাইস প্রেসিডেন্টেকর পদে বসেছেন জয়। তিনিও এখন ধনকুবের বটে। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন দেশের নামী নামী শিল্পপতিরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jay Kotak Wedding: ধনকুবের কোটাক-পুত্রের সঙ্গে বিয়ে প্রাক্তন ‘মিস ইন্ডিয়া’র! কনেকে কোন সিনেমায় দেখেছেন বলুন তো!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল