TRENDING:

Bigg Boss OTT Grand Finale: টিক টক টিক! আর কয়েক ঘণ্টা, তারপরেই সেই চূড়ান্ত মুহূর্ত... কার হাতে উঠবে জয়ের ট্রফি?‘বিগ বস ওটিটি ৩’ গ্র্যান্ড ফিনালের দিকে তাকিয়ে গোটা দেশ

Last Updated:
জনপ্রিয় এক্স হ্যান্ডল দ্য খবরী-র এক প্রতিবেদনে হয়েছে যে, ফাইনালের দিনে কৃতিকা মালিকই প্রথম বেরিয়ে যাবেন। এরপরেই এলিমিনেট করা হতে চলেছে সাই কেতন রাওকে।
advertisement
1/7
কার হাতে উঠবে জয়ের ট্রফি?‘বিগ বস ওটিটি ৩’ গ্র্যান্ড ফিনালের দিকে তাকিয়ে গোটা দেশ
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই ‘বিগ বস ওটিটি ৩’-এর বিজয়ীর নাম ঘোষণা করবেন অনিল কাপুর। বর্তমানে বিতর্কিত এই রিয়েলিটি শোয়ের বিজয়ী কে হবেন, সেদিকেই আপাতত তাকিয়ে রয়েছেন দেশবাসী। তবে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, সানা মকবুল এবং নেজী সেরা দুইয়ে উঠে আসতে পারেন।
advertisement
2/7
ইউটিউবার আরমান মালিক ছাড়াও অভিনেতা রণবীর শোরে, 'বিগ বস ওটিটি 3'-এ সবচেয়ে আলোচিত সেলিব্রিটিদের একজন।
advertisement
3/7
জনপ্রিয় এক্স হ্যান্ডল দ্য খবরী-র এক প্রতিবেদনে হয়েছে যে, ফাইনালের দিনে কৃতিকা মালিকই প্রথমে বেরিয়ে যাবেন। এরপরেই এলিমিনেট করা হতে চলেছে সাই কেতন রাওকে। সেখানে আরও দাবি করা হয়েছিল যে, রণবীর শোরেই হবেন ওই শোয়ের দ্বিতীয় রানার-আপ। এমনটা হলে সানা মকবুল অথবা নেজীই জয়ের ট্রফি তুলতে চলেছেন।
advertisement
4/7
চলতি সপ্তাহের গোড়ার দিকে সারপ্রাইজ মিড-উইক এলিমিনেশনে এই শো থেকে বেরিয়ে যেতে হয়েছে আরমান মালিক এবং লভকেশ কাটারিয়াকে। আর সবথেকে বড় কথা হল, লভকেশকে জেতানোর জন্য তাঁর হয়ে জোর প্রচার করছিলেন এলভিশ যাদব। কিন্তু বিধি বাম! এর মাঝেই শো থেকে বেরিয়ে যেতে হল কাটারিয়াকে। আসলে এলভিশের সঙ্গে দারুণ বন্ধুত্ব রয়েছে তাঁর।
advertisement
5/7
অন্যদিকে দিন কয়েক আগেই শোয়ের এক সাংবাদিক সম্মেলন চলাকালীন সংবাদকর্মীদের তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন আরমান মালিক। পায়েল যে তাঁর থেকে আলাদা হয়ে যাবেন, এই কথাটা সেই সম্মেলনেই জানানো হয় আরমানকে। প্রশ্ন করা হয়েছিল, পায়েল না কি কৃতিকা, কাকে বাছবেন তিনি? জবাবে জনপ্রিয় ইউটিউবার বলেন, “স্বয়ং ভগবান নেমে এলেও আমাদের সম্পর্ক খারাপ হবে না।”
advertisement
6/7
এখানেই শেষ নয়, বহুবিাহের অভিযোগ নিয়েও জাতীয় টেলিভিশনে মুখ খুলেছেন আরমান। বলেন, তাঁর জীবনটা খোলা বইয়ের মতো। আর নিজের একাধিক বিয়েকে খোলাখুলি স্বীকৃতি দেওয়ার সাহস তাঁর রয়েছে।
advertisement
7/7
তিনি আরও জানান যে, বহু মানুষ একই পরিস্থিতিতে পড়েন। অথচ তাঁরা মুখ ফুটে কিছু বলতে পারেন না। আরমান জোর দিয়ে বলেন যে, তাঁর স্ত্রীরাও এই সম্পর্ককে মেনে নিয়েছেন। তাই অন্যরা তাঁর বিষয়ে কী ভাবছেন, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bigg Boss OTT Grand Finale: টিক টক টিক! আর কয়েক ঘণ্টা, তারপরেই সেই চূড়ান্ত মুহূর্ত... কার হাতে উঠবে জয়ের ট্রফি?‘বিগ বস ওটিটি ৩’ গ্র্যান্ড ফিনালের দিকে তাকিয়ে গোটা দেশ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল