Munawar Faruqui: ‘বিগ বস ১৭’-র বিজয়ী মুনাওয়ার ফারুকি, তাঁর পুরষ্কার দেখলেই মাথা ঘুরে যাবে! দেখে নিন তালিকা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sayani Rana
Last Updated:
‘বিগ বস ১৭’-র বিজেতা হয়েছেন মুনাওয়ার ফারুকি। রানার-আপ হয়েছেন অভিষেক কুমার। এই শোয়ের অন্যান্য ফাইনালিস্ট ছিলেন অঙ্কিতা লোখান্ডে, মান্নারা চোপড়া এবং অর্জুন মহাশেঠি।
advertisement
1/9

‘বিগ বস ১৭’-র বিজেতা হয়েছেন মুনাওয়ার ফারুকি। গত কয়েক মাস ধরে ভক্তদের মনোরঞ্জন করে এসেছে সলমন খানের জনপ্রিয় এই রিয়্যালিটি শো। অবশেষে রবিবার অর্থাৎ ২৮ জানুয়ারি গ্র্যান্ড-ফিনালেতে বিজয়ীর খেতাব জিতলেন মুনাওয়ার।
advertisement
2/9
রানার-আপ হয়েছেন অভিষেক কুমার। এই শোয়ের অন্যান্য ফাইনালিস্ট ছিলেন অঙ্কিতা লোখান্ডে, মান্নারা চোপড়া এবং অর্জুন মহাশেঠি।
advertisement
3/9
‘বিগ বস ১৭’-র ঝলমলে ট্রফি ছাড়াও মুনাওয়ার ফারুকি জিতে নিয়েছেন একটি ঝাঁ-চকচকে নতুন গাড়ি এবং নগদ ৫০ লক্ষ টাকা পুরস্কার।
advertisement
4/9
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে যখন বিজেতার নাম ঘোষণা হয়, তখন আনন্দে ফেটে পড়েছিলেন ওই কমেডিয়ান। মুনাওয়ারকে সমর্থন করার জন্য অনুষ্ঠান মঞ্চে হাজির হয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁদের চোখেমুখে ছিল প্রবল উত্তেজনা।
advertisement
5/9
কয়েক মাস ধরে চলা এই শোয়ের নিজের ওয়ান-লাইনারের মাধ্যমে দর্শকদের মুখে হাসি ফুটিয়েছেন মুনাওয়ার। আবার তাঁর গোটা এই সফরে কখনও কখনও আবেগপ্রবণ মুহূর্তও তৈরি হয়েছিল। যা তাঁর চোখে জলও এনে দিয়েছিল।
advertisement
6/9
তবে মুনাওয়ারের এই বিগ বস সফরে কিন্তু তৈরি হয়েছে বিতর্কও। এর মধ্যে অন্যতম ছিল প্রাক্তন প্রেমিকা নাজিলা সিতাইশির সঙ্গে প্রতারণা। এমনকী বিগ বস হাউজে প্রবেশ করার আগেই বিয়ের প্রস্তাব নিয়েও তৈরি হয়েছিল প্রবল বিতর্ক।
advertisement
7/9
তবে ওই শোয়ে আয়েশা খানের ওয়াইল্ড কার্ড এন্ট্রির পরে মুনাওয়ারের সফর আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। কারণ তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছিলেন আয়েশা। তাঁর অভিযোগ, ‘বিগ বস ১৭’-য় ঢোকার আগে প্রায় দু’মাস ধরে মুনাওয়ার শুধুমাত্র ১ জন মেয়ের সঙ্গেই নয়, প্রায় পাঁচ জন মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।
advertisement
8/9
আয়েশার আরও দাবি ছিল, তাঁর এবং নাজিলার সঙ্গে একসঙ্গে সম্পর্ক রাখার সময়ই অন্য এক মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুনাওয়ার। এমনকী তিনি আরও বলেন যে, নাজিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে তৎকালীন স্ত্রীর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছিলেন মুনাওয়ার।
advertisement
9/9
তবে আয়েশার এই অভিযোগের পরেও অবশ্য বিনোদন জগতের বড়সড় ব্যক্তিত্ব তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সোশ্য়াল মিডিয়ায় মুনাওয়ারকে সমর্থন করেন। বিগ বসের আগের মরশুমের প্রতিযোগী করণ কুন্দ্রা এবং আলি গোনিও তাঁকে শক্ত থাকার জন্য অনুরোধ করেন। এই সমস্ত বাধা-বিপত্তি সত্ত্বেও মুনাওয়ার ফারুকি বিগ বস ভক্তদের মনজয় করতে সক্ষম হয়েছেন এবং সব শেষে জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের বিজেতার মুকুট জিতে নিয়েছেন।