ফাঁস হল বিগবস ১৪-র চার অভিনেত্রীর নাম ! এবার সলমনের শো জমাবেন এই নায়িকারা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সলমন খানের এই শোতে এবছর যারা থাকতে পারেন তাঁদের কয়েকজনের নাম ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যে।
advertisement
1/5

শুরু হতে চলেছে বিগবস ১৪। এই শো গত বছর সব থেকে বেশি টিআরপি পেয়েছিল। এবছর করোনার জন্য শুরু হতে অনেকটাই দেরি হচ্ছে। তবে কারা কারা এই বিগবসের বাড়িতে থাকবেন এবার তা মোটামোটি ঠিক হয়ে গিয়েছে। সলমন খানের এই শোতে এবছর যারা থাকতে পারেন তাঁদের কয়েকজনের নাম ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যে।
advertisement
2/5
সূত্রের খবর অনুযায়ী এবছর থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা শর্মা। photo source Instagram
advertisement
3/5
টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নিয়া শর্মার নামও ফাঁস হয়েছে। শোনা যাচ্ছে তিনিও থাকছেন এবার বিগবসের ঘরে। সব সময় নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। photo source Instagram
advertisement
4/5
পবিত্রা পুনিয়া। এই অভিনেত্রীও টেলিভিশনে বেশ জনপ্রিয়। থাকছেন বিগবসে। photo source Instagram
advertisement
5/5
এছাড়াও নাগিন সিরিয়াল খ্যাত জ্যাসমিন ভাসিনের নামও ফাঁস হয়েছে। তিনিও থাকছেন বিগবসে। রাধে মার নামও শোনা যাচ্ছে। তবে এখনও সলমন খান বা বিগবস কতৃপক্ষ কিছু জানাইনি। এই খবর সূত্রের! photo source Instagram