শেষ Big Boss 13, বসের বাড়ি থেকে বেরিয়েই অভিনেত্রী জানালেন মা হতে চলেছেন তিনি
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা, ওয়ার্ল্ড কার্ড হিসেবে বিগ বস-এর ১৩ তম সিজনে এন্ট্রি নিয়েছিলেন ৷
advertisement
1/8

এবারের মতো শেষ বিগ বস ৷ কিন্তু লাইমলাইটে বস-এর প্রতিযোগীরা ৷ বিগ বস-এর এই ১৩ তম সিজনই ছিল এবছরের সবথেকে দীর্ঘ সময় চলা শো ৷ মাসের পর মাস বিগ বস-এর বাড়িতে কাটানোর পর বাইরে বেরিয়ে সুখবর শোনালেন এই সিজনের প্রতিযোগী ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা ৷ জানালেন শীঘ্রই মা হতে চলেছেন তিনি ৷
advertisement
2/8
কাঁটা লাগা গানের রিমিক্সে নেচে জনপ্রিয় হয়েছিলেন তিনি ৷ অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায় ৷
advertisement
3/8
কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা, ওয়ার্ল্ড কার্ড হিসেবে বিগ বস-এর ১৩ তম সিজনে এন্ট্রি নিয়েছিলেন ৷ প্রথম থেকেই নিজের স্ট্র্যাটেজি ও সোজাসাপটা কথার কারণে বিগ বস-এর ফলোয়ারদের নজর কেড়ে নেন শেফালি ৷
advertisement
4/8
রানার-আপ আসিমের সঙ্গে তাঁর ঝগড়া এই সিজনে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন ৷
advertisement
5/8
বিগ বস-এ শেফালির রোমাঞ্চকর জার্নি শেষ হয় কয়েক সপ্তাহ আগেই ৷ বিগ বস থেকে আউট হওয়ার পরই অভিনেত্রী জানালেন, শীঘ্রই মা হতে চলেছেন তিনি ৷
advertisement
6/8
অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে ইতিমধ্যেই ১০ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন শেফালি ৷ এবার জীবনে তৃতীয় ব্যক্তি আসার পালা ৷ সম্প্রতি একটি হিন্দি বিনোদনমূলক সংবাদমাধ্যমকে তিনি জানান, শীঘ্রই তাঁরা একটি কন্যা সন্তান দত্তক নিতে চলেছেন ৷
advertisement
7/8
শেফালি আরও জানান, যখন তিনি ১০-১১ বছরের ছিলেন ৷ তখন থেকেই সন্তান অ্যাড্যাপ্ট করার বিষয়টি নিয়ে ভেবেছেন ৷ সন্তান দত্তক নেওয়ার পেপারওয়ার্ক প্রায় শেষের পথে ৷ কিছুদিনের মধ্যেই তাদের বাড়ি আসতে চলেছে এক ছোট্ট পরি ৷
advertisement
8/8
উল্লেখ্য, হরমন সিংযের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই 10 বছর আগে পরাগ ত্যাগীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন