Bidisha De Majumdar : আগেও চেষ্টা করেছিলাম, ভয় পেয়েছিলাম! সুইসাইড নোটে কেরিয়ারকেই দায়ী করছেন বিদিশা?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bidisha De Majumdar : কেরিয়ারের কারণেই কি এই চরম পথ বেছে নিয়েছেন তিনি? সুইসাইড নোট কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে।
advertisement
1/5

বুধবার দমদমের নাগেরবাজার এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় উঠতি মডেল তথা অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। ফের আরও এক অভিনেত্রীর মৃত্যু চাঞ্চল্য ফেলে দিয়েছে। কেন আত্মঘাতী হলেন বিদিশা তা নিয়ে আলোচনা চলছে। কেরিয়ারের কারণেই কি এই চরম পথ বেছে নিয়েছেন তিনি? সুইসাইড নোট কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে।
advertisement
2/5
সেই সুইসাইড নোটে বিদিশা লিখে গিয়েছেন, "আমি আমার কেরিয়ারে প্রবলেমের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি অনেক অসুবিধার মধ্যে দিয়ে য়াচ্ছি। আমি সুইসাইড করতে বাধ্য হচ্ছি।"
advertisement
3/5
বার বার বিদিশা লিখেছেন কেউ দায়ী নয় তাঁর মৃত্যুর জন্য। বিদিশা লিখছেন, "মা বাবা এবং পার্সোনাল লাইফে কেউ দায়ী নয়। আমি একা থাকতে চাইতাম। খুব একা হয়ে যেতে চেয়েছি।"
advertisement
4/5
বিদিশা আরও লিখছেন, "জানি না আমি পারব কিনা। এত বড় কাজটা করতে। তার জন্য অনেক সাহস দরকার। এর আগে একদিন চেষ্টা করেছি কিন্তু সাহস হয়নি। খুব ভয় পেয়েছিলাম তাই হয়নি।"
advertisement
5/5
২১ বছরের উঠতি অভিনেত্রী লিখছেন, "খুব মিস করব সবাইকে। আর সবথেকে বেশি মিস করব আমার কুতুকে। আই লাভ ইউ বাচ্চা। মিস ইউ। ভালবাসি খুব। আবার বলছি কেউ দায়ী নয়। এই নিয়ে পুলিশ কেস হোক চাই না।"