TRENDING:

Bideshini: দেশের সীমান্ত, সম্পর্কের সীমা, বিশেষ স্ক্রিনিংয়ে মন ভরাল ‘বিদেশিনী’

Last Updated:
সম্প্রতি কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, সংক্ষেপে যা ICCR নামেই অধিক পরিচিত, সেখানে এক বিশেষ স্ক্রিনিং হয়ে গেল ৭০ মিনিট দৈর্ঘ্যের এই ছবির।
advertisement
1/11
দেশের সীমান্ত, সম্পর্কের সীমা, বিশেষ স্ক্রিনিংয়ে মন ভরাল ‘বিদেশিনী’
মানুষ সীমারেখা টেনে জমি ভাগ করে বটে, কিন্তু তার দাগ মানবজমিনে কখনই দেগে বসে যায় না। বাধা থাকে বিস্তর, কিন্তু এক দেশ থেকে অন্য দেশে বয়ে আসে হাওয়া, উড়ে আসে পাখি। সূর্য দুই দেশেই সমান ভাবে আলো ছড়ায়, চাঁদ দুই দেশেরই আকাশের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আকাশ থেকে ঝরে পড়া তারা আর বৃষ্টির ধারা একই সুর গুনগুন করে চলে। আর সব বাধা পেরিয়ে কখনও কখনও সীমান্তের দুই হৃদয় একে অপরের কাছে সান্ত্বনা খোঁজে।
advertisement
2/11
বিদেশি বা বিদেশিনী তারা কেবল খাতায়-কলমে, সে কথাই চলচ্চিত্রের রুপোলি পর্দায় নতুন করে প্রমাণ করল বিদেশিনী। সম্প্রতি কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, সংক্ষেপে যা ICCR নামেই অধিক পরিচিত, সেখানে এক বিশেষ স্ক্রিনিং হয়ে গেল ৭০ মিনিট দৈর্ঘ্যের এই ছবির।
advertisement
3/11
ছবি দেখার সময় বড় কম মনে হতেই পারে, কিন্তু উপভোগ্যতা জীবনভর। ঠিক যেমন কেচে ফেলার পরেও প্রিয়জনের রুমাল সুবাস ছড়ায় মনে সব সময়ে। বিদেশিনী ঠিক সে কথাই বলছে!
advertisement
4/11
দুটো দেশ যখন আলাদা হল, রাতারাতি ভিটেমাটি ছেড়ে চলে গেল কত মানুষ। যাদের ভাষা এক, মন এক, খাদ্যাভ্যাস একই। এই ফেলে আসা যন্ত্রণার গল্প শুনতে শুনতে বড় হয়ে উঠেছিল দামোদর নিজের দাদুর কাছে। দামোদরের কাছে এই সব গল্প ঠিক ততদিন একটা গল্পই ছিল যতদিন না ওর দেখা হল ওপার বাংলার মেয়ে পদ্মার সঙ্গে।
advertisement
5/11
প্রথম সাক্ষাতেই দামোদর বুঝতে পারে আর পাঁচটা সাধারণ মেয়ের মতো পদ্মা নয়। ওর জীবন, ওর দুঃখ, ওর না পাওয়া সবটা ধীরে ধীরে শুনে নিজের অজান্তেই স্বল্পপরিচিত পদ্মাকে সবচেয়ে কাছের কেউ হিসেবেই ভাবতে শুরু করে দামোদর।
advertisement
6/11
প্রথমে পদ্মাকে এদেশে রেখে দিতে চাইলেও ওর দেশে ফেরার জেদের কাছে মাথা নত করে দামোদর। শুরু হয় এক অদ্ভুত যাত্রা। নানা বাধা পেরিয়ে দামোদর আর পদ্মা এসে দাঁড়ায় ইছামতীর তীরে, যেখান থেকে আর কয়েক পা এগিয়ে গেলেই পদ্মা ফিরে যাবে নিজের ঘরে, নিজের দেশে। বিচ্ছেদ কেবল আসমান আর জমিনের তফাতে। পদ্মার স্মৃতি নিয়ে দামোদরকে বেঁচে থাকতে হবে সারাজীবন আর পদ্মাকে দামোদরের- এ যেন নদ আর নদীর প্রেমকাহিনি ৷
advertisement
7/11
ছবিতে অভিনয় করেছেন সবুজ বর্ধন, শম্পিতা প্রামাণিক, অজিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ, এক বিশেষ চরিত্রে দেখা যাবে দুর্বার শর্মাকে। বিদেশিনী রচনা, পরিচালনা রজত রায় ও অরুণাভ মুখোপাধ্যায়ের। ছবির প্রযোজক শঙ্খ শীল এবং শর্মিষ্ঠা হালদার। বিদেশিনীর জন্য সুর বেঁধেছেন সঙ্গীত পরিচালক সৌপর্ণ মান্না।
advertisement
8/11
সুরজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে টাইটেল ট্র্যাক ওরে বিদেশিনী মন স্মৃতিমেদুর করে তুলবে সবারই! এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন ঋষভ মাজি, স্বর্ণাভ সাধুখাঁর সম্পাদনাও প্রশংসার দাবিদার।
advertisement
9/11
শম্পিতা প্রামাণিক ও সবুজ বর্ধন
advertisement
10/11
দুর্বার শর্মা
advertisement
11/11
শিঞ্জিনী চক্রবর্তী
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bideshini: দেশের সীমান্ত, সম্পর্কের সীমা, বিশেষ স্ক্রিনিংয়ে মন ভরাল ‘বিদেশিনী’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল