Bhumi Pednekar: পাশের বাড়ির মেয়ে হোন বা ডিভা, যে কোনও সাজেই ভূমি মানানসই, রইল তাঁর কিছু ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
ভূমির বাবা সতীশ পেডনেকর ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী। ওরাল ক্যনসারে মৃত্যু হয় তাঁর।
advertisement
1/10

ভূমি পেডনেকার। বড়ই ভোজনরসিক। ঠিক যেমন ছবিতে দেখা যাচ্ছে। সম্প্রতি আগামী ছবি 'আফওয়াহ'-র শুটিং শেষ করে রাজস্থানী থালিতে মন দিয়েছেন, কব্জি ডুবিয়ে খাচ্ছেন ডাল বাটি চুর্মা, ঘীয়ের রুটি, নানা ধরনের তরকারি, চাটনি, মিষ্টি আরও কত কী!
advertisement
2/10
ভূমি কিন্তু শিকড়ের সঙ্গে জুড়ে থাকা মানুষ। ক্যামেরার পিছনে ঘাম ফেলে কাজ করা থেকে ক্যামেরার সামনে ডিভা রূপে ধরা দেওয়া, ভূমি আছেন সবেতেই। কিন্তু 'নায়িকাসুলভ' আচরণ তাঁর মধ্যে কমই নজরে আসবে।
advertisement
3/10
সদ্যই ৩৩ বছরে পা দিলেন 'বাধাই দো'-র অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে শরীরের আকার আকৃতি বদলে ফেলতে তাঁর জুড়ি নেই। ২০১৫ সালে 'দম লাগা কে হাইসা' ছবির জন্য তাঁকে প্রায় ৩০ কেজি ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। পরিচালকের নির্দেশ মানেন অক্ষরে অক্ষরে।
advertisement
4/10
তার পরেই ২০১৭ সালে সেই ৩৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেন দ্বিতীয় এবং তৃতীয় ছবি 'টয়লেট এক প্রেম কথা', 'শুভ মঙ্গল সাবধান'-এর সময়ে। কিন্তু কখনওই প্রবল কৃচ্ছসাধন করেননি তিনি। স্বাস্থ্যকর ডায়েট মেনেছেন তিনি।
advertisement
5/10
কখনও খুব সাধারণ সাজে ধরা দেন ভূমি। কখনও আবার ডিভা রূপে। কিন্তু সবেতেই তিনি মানানসই। তাই এত ছবিতে এত রকম চরিত্রে তাঁকে নেওয়া হয়। পরিচালকদের বিশেষ পছন্দ ভূমি।
advertisement
6/10
আত্মবিশ্বাস তাঁর মূল গয়না। তিনি বাকি নায়িকাদের 'জিরো ফিগার' নন। হতেও চান না। কিন্তু যা-ই পরেন না কেন, মোহময়ী হয়ে ওঠেন।
advertisement
7/10
তিনি যে ভাবে লড়াই করেছেন, সে ভাবেই তাঁর পরিবারও লড়াই করেছে। তাঁর মা এবং বোনের জীবনেও অনেক ওঠাপড়া এসেছে। কিন্তু তার পরেও তিনি জয়ী।
advertisement
8/10
ভূমির বাবা সতীশ পেডনেকর ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী। ওরাল ক্যনসারে মৃত্যু হয় তাঁর। এর পর তাঁর মা সুমিত্রা সক্রিয় ভাবে অংশ নিয়েছিলেন তামাকবিরোধী প্রচারে।
advertisement
9/10
ভূমি এবং তাঁর বোন সমীক্ষা পেডনেকারের বন্ডিং দেখার মতো। সমীক্ষা পেশায় আইনজীবী। শখে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। দুই বোনের সমীকরণ সম্পর্কে ভূমির অনুরাগীরা ওয়াকিবহাল। সমীক্ষার জন্মদিনে ভূমি এই ছবিটি পোস্ট করেছিলেন।
advertisement
10/10
নওয়াজউদ্দিনের সঙ্গে আগামী ছবি 'আফওয়াহ'-র শ্যুটিং করছেন তিনি। আপাতত মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ছবি 'রক্ষা বন্ধন'। প্রচার চলছে জোরকদমে।