Bhumi Pednekar : পৃথুলা থেকে হট লুক! ভূমির চেহারা পারদ চড়িয়েছে নেট দুনিয়ায়
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bhumi Pednekar : একসময় মাত্রাতিরিক্ত ওজন ছিল ভূমি পেডনেকার এর। সেই চেহারায় একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।
advertisement
1/10

একসময় মাত্রাতিরিক্ত ওজন ছিল ভূমি পেডনেকার এর। সেই চেহারায় একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কিন্তু তারপরেই দর্শকদের চমকে দিয়ে তন্বী হয়েছেন অভিনেত্রী।
advertisement
2/10
আয়না বসানো কাফতান ড্রেস নজর কাড়ছেন ভূমি পেডনেকার। তার সঙ্গে রয়েছে জমকালো সাজ।
advertisement
3/10
গোলাপি রঙের স্যাটিন ড্রেসিং স্পষ্ট ভূমির বক্ষ বিভাজিকা। অভিনেত্রী পারদ চড়িয়েছেন সহজেই।
advertisement
4/10
ফ্লোরাল ড্রেসে ভূমির সাজ যেন কোনও রূপকথার গল্পের পরীর মতো।
advertisement
5/10
স্কার্টের সঙ্গে ব্রালেট। চেহারায় মেদ এর লেশ মাত্র নেই। ভূমির কার্ভি ফিগার স্পষ্ট।
advertisement
6/10
থাই এর উপর তোলা স্লিট। স্পষ্ট ভূমি পেডনেকার এর নির্মেদ পদ যুগল।
advertisement
7/10
হাই ওয়েস্ট ডেনিম এর সঙ্গে নীল রঙের ক্রপ টপ। ভূমির অনুরাগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
advertisement
8/10
তিনি যে একসময় পৃথুলা ছিলেন কে বলবে দেখে। সেই ছবি দেখে এখন কেউ মেলাতে পারবে না।
advertisement
9/10
গোলাপি ক্রপ টপ আঁকড়ে আছে ভূমির চেহারা। সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছেন তিনি।
advertisement
10/10
শাড়িতে সব নারীই সুন্দরী। সাদা শাড়িতে লাস্য ফুটে উঠেছে অভিনেত্রীর।