৩৫ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন, ভূমির খোলা-পিঠের পৃষ্ঠপোশক তামাম নেটদুনিয়া
- Published by:Rukmini Mazumder
Last Updated:
অভিনেতা বাড়াই করতে করতে ভূমি নিজেই এক দিন যশরাজ ফিল্মস-এর ছবির নায়িকা হয়ে গেলেন। ২০১৫ সালে মুক্তি পেল আয়ুষ্মান খুরানার বিপরীতে ভূমির প্রথম ছবি ‘দম লগা কে হইশা’।
advertisement
1/7

পিঠ ছাপিয়ে নেমে এসেছে খোলা চুল, তীক্ষ্ণ দৃষ্টি, খোলা পিঠ... ব্যাকলেস চোলি আর কাঁথাস্টিচের শাড়িতে লাস্যময়ী ভূমি
advertisement
2/7
ভূমির বাবা সতীশ পেডনেকর ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী।
advertisement
3/7
ভূমির জন্ম ১৯৮৯-এর ১৮ জুলাই। তাঁর প্রাথমিক পড়াশোনা জুহুর আর্য বিদ্যামন্দির স্কুলে
advertisement
4/7
ক্যামেরার পিছনে যাবতীয় কারিগরি ও কারসাজি টানত ভূমিকে, তাই ভর্তি হয়েছিলেন হুইসলিং উডস ইন্টারন্যাশনাল-এ। সুভাষ ঘাইয়ের এই প্রতিষ্ঠানে অভিনয় শেখার কোর্স ছিল মহার্ঘ্য। মেয়েকে পড়ানোর জন্য আর্থিক ঋণও নিতে হয় ভূমির পরিবারকে
advertisement
5/7
কিন্তু কিছুদিন বাদেই নির্ধারিত দিনের তুলনায় উপস্থিতি কম থাকায়, এই প্রতিষ্ঠন থেকে নাম বাদ পড়ল তাঁর। বছর দেড়েকের মধ্যে তিনি যোগ দিলেন যশরাজ ফিল্ম স-এ।
advertisement
6/7
সহকারী পরিচালক হিসেবে ছ’বছর ভূমি কাজ করেছেন যশরাজ ফিল্ম স-এ। সেখানে তাঁর কাজ ছিল অভিনেতা বাছাই করা
advertisement
7/7
অভিনেতা করতে করতে ভূমি নিজেই এক দিন যশরাজ ফিল্ম স-এর ছবির নায়িকা হয়ে গেলেন। ২০১৫ সালে মুক্তি পেল আয়ুষ্মান খুরানার বিপরীতে ভূমির প্রথম ছবি ‘দম লগা কে হইশা’।