Bhool Bhulaiyaa 3: শহরে বিদ্যা-কার্তিক! 'ভুলভুলাইয়া ৩'-এর প্রচারে হাওড়া ব্রিজ থেকে হলুদ ট্যাক্সি বাদ গেল না কিছুই!
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Bhool Bhulaiyaa 3: বিদ্যা নিজেকে কলকাতার মেয়েই মনে করেন। তাঁর মতে কলকাতা হল তাঁর ‘দ্বিতীয় হোম’। এই ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে কলকাতায়।
advertisement
1/6

দীপাবলিতে মুক্তি পাবে 'ভুলভুলাইয়া ৩'। তার আগে ছবির প্রচারে শহরে এলেন বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান।
advertisement
2/6
বিদ্যা নিজেকে কলকাতার মেয়েই মনে করেন। তাঁর মতে কলকাতা হল তাঁর ‘দ্বিতীয় হোম’। এই ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে কলকাতায়।
advertisement
3/6
কিছুদিন আগে হাওড়া ব্রিজ থেকে ভিক্টোরিয়া চত্বরে দেখা গিয়েছিল কার্তিককে। এবার ছবির প্রচারে কলকাতায় কার্তিকের সঙ্গে এলেন বিদ্যা বালন।
advertisement
4/6
বিদ্যার কাছ থেকে বাংলাও শিখেছেন কার্তিক। বিদ্যা ও কার্তিক দুজনের এই ছবিতে নিজেদের কাজ করার অভিজ্ঞতা এবং মাধুরীর সঙ্গে বিদ্যার নাচ করার অনন্য অভিজ্ঞতার সবটাই শেয়ার করলেন কলকাতায় এসে।
advertisement
5/6
হাওড়া ব্রিজের উপর বিদ্যা খালি পায়ে হলুদ ট্যাক্সিতে চাপলেন বিদ্যা আর কার্তিক। নিজেদের শ্যুটিং-এর সময়কার কথা মনে করে নস্টালজিক হলেন অভিনেতা-অভিনেত্রী।
advertisement
6/6
অভিনেত্রী বিদ্যা বালানের কথায়, ‘কলকাতায় আমি বারবার ফিরে আসি। এই ছবির শ্যুটিংও আমরা অনেকটা কলকাতায় করেছি। আমি চাই কলকাতাবাসী যেন উজার করে আমাদের ভালবাসা দেয়। তাঁরা সকলে যেন এই দিওয়ালিতে আমাদের ছবি দেখেন।'