TRENDING:

Best Hero: অমিতাভ-শাহরুখ-সলমানরা ফেল, সবচেয়ে বেশি হিট সিনেমা কোন হিরোর জানেন! নামটা শুনে জাস্ট চমকে যাবেন

Last Updated:
Best Hero: এমন প্রশ্নের উত্তরে কারো মাথায় চট করে হয়তো অমিতাভ বচ্চন বা বলিউডের খানদের কোনও একজনের নাম মাথায় আসতে পারে। কিন্তু সত্য হল, তারা কেউই সবচেয়ে বেশি হিট সিনেমা উপহার দেওয়া অভিনেতা নন।
advertisement
1/8
শাহরুখ-সলমানরা ফেল, সবচেয়ে বেশি হিট সিনেমা কোন হিরোর!নামটা শুনে জাস্ট চমকে যাবেন
সেই কবে থেকে যাত্রা শুরু করেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এতগুলো বছরের ব্যবধানে বলিউড অনেক স্টার ও সুপারস্টার দেখেছে। কালক্রমে এসব তারকা অভিনেতা অনেক ব্যবসাসফল হিট সিনেমা উপহার দিয়েছেন ও দিয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বেশি হিট সিনেমার সঙ্গে কোন অভিনেতার নাম জড়িত?
advertisement
2/8
এমন প্রশ্নের উত্তরে কারো মাথায় চট করে হয়তো অমিতাভ বচ্চন বা বলিউডের খানদের কোনও একজনের নাম মাথায় আসতে পারে। কিন্তু সত্য হল, তারা কেউই সবচেয়ে বেশি হিট সিনেমা উপহার দেওয়া অভিনেতা নন। এমনকি বলিউডের কোনও স্টার বা সুপারস্টার ব্যবসাসফল হিট সিনেমার দিক দিয়ে তার ধারেকাছেও নেই!
advertisement
3/8
কে সেই অভিনেতা? বলিউডে সবচেয়ে বেশি ব্যবসাসফল হিট সিনেমার সঙ্গে তার নাম জড়িত। সত্তরের দশকে অভিনয় ক্যারিয়ার শুরুর পর থেকে মোট ৭৩টি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বক্স অফিসের এ হিসাবে এখন পর্যন্ত বলিউডের সফলতম অভিনেতা তিনিই। কে জানেন? তিনি ধর্মেন্দ্র।
advertisement
4/8
যদিও এখানে ছোট একটি কিন্তু আছে। ধর্মেন্দ্রর হিট সিনেমার সংখ্যা এত বেশি, কারণ তিনি অন্য অনেক অভিনেতার তুলনায় অনেক বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন সূত্র অনুসারে, এ অভিনেতা তার জীবনে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মানে তার সাফল্যের হার প্রায় ৩০ শতাংশ।
advertisement
5/8
বলিউডের হিসেবে ধর্মেন্দ্রর হিট সিনেমার সংখ্যা ৯৩। এরপর রয়েছে জিতেন্দ্রর নাম। তাঁর হিট ছবির সংখ্যা ৬৯। এরপরই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তাঁর হিট সিনেমার সংখ্যা ৬৩। এরপর আছেন মিঠুন চক্রবর্তী। তাঁর হিটের সংখ্যা ৫৭। রোমান্টিক সিনেমার রাজা রাজেশ খান্নার হিট সিনেমার সংখ্যা ৫৭। খিলাড়ি অক্ষয় কুমারের হিট সিনেমার সংখ্যা ৪২।
advertisement
6/8
সলমান খানের হিট সিনেমার সংখ্যা সেখানে মাত্র ৩৮। ঋষি কাপুর দিয়েছেন ৩৫টি হিট সিনেমা। সেখানে অজয় দেবগনের হিট সিনেমার সংখ্যা ৩৪। গোবিন্দার হিট সিনেমা ৩৩টি। সঞ্জয় দত্তও দিয়েছেন ৩৩টি হিট সিনেমা। অনিল কাপুরের হিট সিনেমা সেখানে ৩২টি।
advertisement
7/8
অর্থাৎ, সকলের আগে রয়েছেন ধর্মেন্দ্র। তাঁর হিট সিনেমাগুলোর অন্যতম কয়েকটি সিনেমা হল শোলে, চুপকে চুপকে, সীতা আওর গীতা, মেরা গাঁও মেরা দেশ, ধরম বীর, ফুল আওর পাত্থর ও ইয়ামলা পাগলা দিওয়ানা। বর্তমানে রকি আওর রানি কি প্রেম কাহানি সিনেমার মাধ্যমে হিট সিনেমার সংখ্যা আরও বাড়িয়েছেন ধর্মেন্দ্র।
advertisement
8/8
তবে সাফল্যের হারের দিক দিয়ে সবার ওপরে আছে দিলীপ কুমারের নাম। মাত্র ৫৬টি সিনেমায় অভিনয় করে ৩১টি হিট সিনেমা উপহার দেন তিনি। দ্বিতীয় স্থানে আছে শাহরুখ খানের নাম। তার অভিনীত ৬৩টি সিনেমার মধ্যে ৩২টিই হিট। অন্যদিকে আমির খানের ৪৩টি সিনেমার মধ্যে হিট সিনেমার সংখ্যা ২০টি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Best Hero: অমিতাভ-শাহরুখ-সলমানরা ফেল, সবচেয়ে বেশি হিট সিনেমা কোন হিরোর জানেন! নামটা শুনে জাস্ট চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল