TRENDING:

Shaan-Arijit Singh: অরিজিতের জন্যই অবহেলিত শান? শাহরুখের সিনেমা থেকে সরিয়ে দেওয়া হল গান! বিস্ফোরক দাবি বাঙালি গায়কের

Last Updated:
Shaan-Arijit Singh: একই সিনেমায় ‘ও মাহি’ ছাড়াও ‘লুট পুট গ্যায়া’ গানটি গেয়েছেন অরিজৎ। কিন্তু শানের একটি গানও সিনেমার গানের তালিকায় নেই আর। তবে কি এক বাঙালি গায়কের জন্যই অন্য বাঙালি গায়ক অবহেলিত হচ্ছেন মুম্বইয়ের গানের জগতে।
advertisement
1/6
অরিজিতের জন্যই অবহেলিত শান? সরিয়ে দেওয়া হল গান! বিস্ফোরক দাবি বাঙালি গায়কের
Shaan-Arijit Singh: বলিউড গায়ক শান। এক নামেই পরিচিত। ৯০ দশকে হিন্দি ছবির গানের জগতে রাজত্ব করেছেন তিনি। একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন শান। এখনও সেই সমস্ত গানের সুর মানুষের মুখে মুখে।
advertisement
2/6
Shaan-Arijit Singh: সম্প্রতি তিনি শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিতে একটি গান গেয়েছিলেন। কিন্তু পরে সিনেমা থেকে সেই গানটি সরিয়ে দেওয়া হয়। একটি সাক্ষাৎকারে শান জানান, তাঁর ট্র্যাক বাদ দিয়ে অরিজিৎ সিংয়ের ‘ও মাহি’ গানটি রাখা হয়েছে।
advertisement
3/6
Shaan-Arijit Singh: নির্মাতাদের গান বাদ দেওয়া নিয়ে শান বলেন, “আমি খুবই উত্তেজিত ছিলাম যে শাহরুখ খানের জন্য একটি গান গাইতে পেরেছি। কিন্তু কিছু কারণে এই গানটি সরিয়ে দেওয়া হয় অন্য একটি গানের জন্য। ‘ও মাহি’ গানটি সেই সাউন্ডট্র্যাকের জনপ্রিয় গান হয়ে উঠেছে, যেখানে আমার গানটি রাখার কথা ছিল।”
advertisement
4/6
Shaan-Arijit Singh: একই সিনেমায় ‘ও মাহি’ ছাড়াও ‘লুট পুট গ্যায়া’ গানটি গেয়েছেন অরিজৎ। কিন্তু শানের একটি গানও সিনেমার গানের তালিকায় নেই আর। তবে কি এক বাঙালি গায়কের জন্যই অন্য বাঙালি গায়ক অবহেলিত হচ্ছেন মুম্বইয়ের গানের জগতে।
advertisement
5/6
Shaan-Arijit Singh: এর আগে ২০১৭ সালে অরিজিৎকে তুলনা করা হলে শান বলেছিলেন, ‘‘আমি মনে করি না সঙ্গীতে কোনও প্রতিযোগিতা আছে। আপনি নিজের জায়গা খুঁজে বের করতে পারছেন কিনা সেটাই বড় কথা।’’
advertisement
6/6
Shaan-Arijit Singh: শানের কথায়, ‘‘আমি বিশ্বাস করি আমি যে কোনও নতুন শিল্পীকে টক্কর দিতে পারি। এমনকি অরিজিতের সঙ্গেও। এটাই আমার নিজের সম্পর্কে ধারণা। আমি এখনও প্রাসঙ্গিক।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shaan-Arijit Singh: অরিজিতের জন্যই অবহেলিত শান? শাহরুখের সিনেমা থেকে সরিয়ে দেওয়া হল গান! বিস্ফোরক দাবি বাঙালি গায়কের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল