Bengali Serial TRP List: স্বস্তিকা দত্তের প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে টপকে এই সপ্তাহে টপ কোন বাংলা সিরিয়াল? রইল TRP চার্ট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ এবার টিআরপি তালিকায় বিরাট চমক ৷
advertisement
1/5

বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়াল জগতে টানটান উত্তেজনা৷ কে এগিয়ে, কে পিছিয়ে, এই দিনেই আসে সেই রিপোর্ট কার্ড৷ মেগা সিরিয়ালে কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ এবার টিআরপি তালিকায় বিরাট চমক ৷ বেশ কয়েক সপ্তাহে অভিনেত্রী স্বস্তিকা দত্তের কামব্যাক সিরিয়াল প্রফেসর বিদ্যা ব্যানার্জি বাজিমাত করলেও এবার একটু বদল হল তালিকায়।
advertisement
2/5
হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
3/5
বাংলা বিনোদন দুনিয়ার দুই টপ চ্যানেল জি বাংলা এবং স্টার জলসার সঙ্গে জোর লড়াই৷ দুই চ্যানেলের এক গুচ্ছ ধারাবাহিক দর্শকদের মন জুগিয়ে চলেছে৷ তবে এই সপ্তাহে সেরার মুকুট উঠল পরশুরাম আজকের নায়কের মাথায়৷ স্টার জলসার দু’টি সিরিয়ালই তালিকায় প্রথম ও দ্বিতীয়৷ এর পর রয়েছে জি বাংলার সিরিয়াল পরিণীতা৷
advertisement
4/5
প্রথম: পরশুরাম আজকের নায়ক (৭.৩)দ্বিতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৭.১)তৃতীয়: পরিণীতা (৬.৯)চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৬.৬)পঞ্চম: তারে ধরি ধরি মনে করি/ ও মোর দরদিয়া (৬.৫)ষষ্ঠ: চিরসখা (৬.১)সপ্তম: আমাদের দাদামণি (৫.৯)অষ্টম: জোয়ার ভাঁটা (৫.৮)নবম: লক্ষ্মী ঝাঁপি (৫.৭)দশম: চিরদিনই তুমি যে আমার/ বেশ করেছি প্রেম করেছি (৫.৬)
advertisement
5/5
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.৩ নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক ’ ৷ ৭.১ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি ’ ৷ ৬.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা ’ । ৬.৬ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ ৷ ৬.৫ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ২টি ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি এবং ও মোর দরদিয়া’৷