Tollywood: এক সময়ে ছিল বেঙ্গল টপার... বহুল জনপ্রিয়তার পরেও শেষ হয়ে যাচ্ছে 'এই' জনপ্রিয় ধারাবাহিক, জানালেন অভিনেতা নিজেই
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এক সময়ের বেঙ্গল টপার ‘গাঁটছাড়া’র ঋদ্ধি-খড়ি জুটি সবার মন জয় করেছিল। শোলাঙ্কির অভিনয় গুণে খড়ি হয়ে উঠেছিল বাংলার ঘরের মেয়ে।
advertisement
1/8

এক সময়ের বেঙ্গল টপার ছিল ‘গাঁটছাড়া’। ঋদ্ধি-খড়ি জুটি সবার মন জয় করেছিল। অভিনয় গুণে খড়ি হয়ে উঠেছিল বাংলার ঘরের মেয়ে। দীর্ঘদিনের সেই যাত্রায় কি ইতি পড়ছে অবশেষে?
advertisement
2/8
শোলাঙ্কি, শ্রীমা, অনুষ্কা, গৌরব, অনিন্দ্য, রিয়াজ সবাই মিলেই হইহই করে চলত কাজ। এরপর শোলাঙ্কি অভিনয় ছেড়ে দেন। তারপর থেকেই আস্তে আস্তে ভাঁটার মুখে পড়ে ধারাবাহিক। এরপর আনা হয় শ্রীপর্ণা রায়কে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না।
advertisement
3/8
এর আগেও এমন খবর সামনে এসেছিল৷ তবে তখন সেই নিয়ে কেউ মুখ খুলতে চায়নি৷ এবার অবশ্য় গাঁটছড়ার অন্য়তম প্রধান অভিনেতা জানালেন ধারাবাহিক শেষের কথা৷
advertisement
4/8
ফেসবুকে পোস্ট করে ধারাবাহিক বন্ধ হওয়ার আঁচ দিয়েছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্য়ায়। নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘দু’বছর ধরে আমার লালন করা, আপনাদের ঘৃণায় লালিত হওয়া রাহুলের চরিত্র থেকে এবার নিষ্ক্রমণের পালা'। এই পোস্ট দেখে বিষণ্ণ অনেক ভক্তই৷
advertisement
5/8
এ দিকে বিয়ের পিঁড়িতে বসেছেন গাঁটছড়ার রুক্মিণী ওরফে শ্রীপর্ণা রায়। শোলাঙ্কি রায় সরে যাওয়ার পর এখানে মুখ্য নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই বিয়েতেও হাজির ছিল গাঁটছড়ার গোটা টিম৷
advertisement
6/8
উপস্থিত ছিলেন শ্রীমা ভট্টাচার্য, রিয়াজ সরকার, ধ্রুব সরকার, অনুষা গোস্বামী।
advertisement
7/8
গাঁটছড়ার সেটে কলাকুশলীরা আইবুড়ো ভাত খাওয়ান অভিনেত্রীকে।
advertisement
8/8
তবে শেষ সম্প্রচারের তারিখ এখনও জানা যায়নি৷