Suman-Roshni: অন্য নারীর সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন প্রাক্তন প্রেমিকা! সেই সুমনের সঙ্গেই কি প্রেম? নিজেই খোলসা করলেন রোশনি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Suman-Roshni: চলতি বছরের শুরুতেই সুরভী-সুমনের প্রেম ভেঙে গিয়েছে। তাঁদের নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শোনা যায়, তাঁরা যে ফ্ল্যাটে সহবাস করতেন, সেখানেই নাকি অন্য নারীর সঙ্গে সুমনকে অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলেন সুরভী।
advertisement
1/6

টেলিপাড়ায় নতুন গুঞ্জন। রোশনি তন্বী ভট্টাচার্য এবং সুমন দে নাকি প্রেম করছেন। হইচই পড়ে গিয়েছে সিরিয়াল দুনিয়ায়। মাস কয়েক আগে সুমনের প্রেম ভেঙেছে অভিনেত্রী সুরভী সান্যালের সঙ্গে।
advertisement
2/6
তার পরেই গত জুন মাসে সুমনের জন্মদিনে ছোট্ট পার্টিতে রোশনিকে দেখে অনুরাগীদের ধারণা হয়, বোধহয় রোশনির সঙ্গে প্রেমের কারণেই সুরভীর সঙ্গে প্রেম ভেঙেছে সুমনের।
advertisement
3/6
চলতি বছরের শুরুতেই খবর পাওয়া যায় সুরভী-সুমনের প্রেম ভেঙে গিয়েছে। তাঁদের নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শোনা যায়, তাঁরা যে ফ্ল্যাটে সহবাস করতেন, সেখানেই নাকি অন্য নারীর সঙ্গে সুমনকে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন সুরভী।
advertisement
4/6
প্রতারণার ঘটনা নিজেই বলেছিলেন সুরভী। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুরভী। কিন্তু সুমন যদিও সুরভীর বিষয়ে কখনও কোনও মন্তব্য করতে চাননি। এখন নাকি তাঁদের মধ্যে তিক্ততা নেই আর।
advertisement
5/6
এদিকে নতুন গুঞ্জন নিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন রোশনি। তিনি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন এই অভিযোগকে। তাঁর দাবি, সুমন এবং রোশনি অনেক দিনের বন্ধু। সুমন যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রোশনি, বন্ধু হিসেবে।
advertisement
6/6
রোশনি জানিয়েছেন, তাঁদের প্রেমের গুঞ্জনে আদপে রটনা। তাঁরা কোনও দিনই প্রেম করতেন না। করছেনও না। দু’জনে একসঙ্গে ‘তুমি যে আমার মা’ ধারাবাহিকে কাজ করছিলেন।