মিষ্টি দই, ঝালমুড়ি, বেগুন ভাজা, পুজোর আগে কলকাতা সফর, রইল মৌনীর শাড়ি-সাজ
- Published by:Teesta Barman
Last Updated:
একটি পুজোর মণ্ডপে শ্যুট করতে দেখা যায় তাঁকে। সেখানে আবার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে ঢাক বাজাতেও দেখা যায়। কিসের শ্যুটে ছিলেন, সে কথা স্পষ্ট হয়নি যদিও।
advertisement
1/7

দিন কয়েক আগে কলকাতা ঘুরে গেলেন বঙ্গতনয়া মৌনী রায়। হোক না কাজের সূত্রে, তাও বাংলায় এসে বাঙালি কন্যে বাঙালি খাবার না খেয়েই শহর ছাড়বেন, এমন হয় নাকি?
advertisement
2/7
কলকাতায় এক রিয়্যালিটি শো-এর মঞ্চে মাতাতে এসেছিলেন বলি অভিনেত্রী। নিজের জন্মস্থান কোচবিহার যাওয়ার আর সময় পাননি। কলকাতায় এক হোটেলে এসে উঠেছিলেন। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নায়িকার ছোটবেলার বন্ধু।
advertisement
3/7
আনন্দ-মুহূর্তের কিছু ভিডিও শেয়ার করেছেন মৌনী। সেখান থেকেই তাঁর পেটপুজোর খবর পাওয়া যায়। কী কী খেলেন মৌনী? নিজেই হোটেলের ঘরে ভিডিও করে দেখালেন সে সব পদ।
advertisement
4/7
এক বাক্স সন্দেশ, মিষ্টি দই, বেগুন ভাজা, মটরশুঁটির পোলাও, বাঁধাকপির মাখা মাখা তরকারি। আরও কয়েকটি বাটি ছিল, কিন্তু ঢাকনা দেওয়া ছিল বলে দেখা যায়নি।
advertisement
5/7
এখানেই শেষ নয়। শ্যুটে গিয়ে মেকআপ করতে করতে মুখে দিয়েছেন মিষ্টি। সঙ্গে আবার কাগজের ঠোঙায় করে ঝালমুড়িও খেয়েছেন 'ব্রহ্মাস্ত্র'র নায়িকা।
advertisement
6/7
একটি পুজোর মণ্ডপে শ্যুট করতে দেখা যায় তাঁকে। সেখানে আবার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে ঢাক বাজাতেও দেখা যায়। কিসের শ্যুটে ছিলেন, সে কথা স্পষ্ট হয়নি যদিও।
advertisement
7/7
যে রিল ভিডিওটি পোস্ট করেছেন মৌনী, সেখানে লেখা, 'যখন কলকাতায়... নেচে, গেয়ে, কাজ করে দিনগুলি কাটিয়ে দিলাম।'