TRENDING:

সংসারের জন্য বাদ ছিল সব, 'মিসেস সুপারমডেল'-এ সন্তান কোলে প্রথম রানার আপ বঙ্গতনয়া

Last Updated:
পশ্চিমবঙ্গ থেকে একমাত্র নারী, যিনি এই প্রতিযোগিতায় সামিল হতে পেরেছিলেন। প্রিন্স নারুলা, রোহিত খান্ডেওয়ালের মতো বিচারকদের সামনে নিজের প্রতিভা তুলে ধরেছেন তিনি।
advertisement
1/7
সংসারের জন্য বাদ ছিল সব, 'মিসেস সুপারমডেল'-এ সন্তান কোলে প্রথম রানার আপ বঙ্গতনয়া
দেবমিতা গোস্বামী। স্বামী, ৫ মাসের সন্তান নিয়ে ভরা সংসার তাঁর। পেশাগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি। এই দীপাবলিতে সেই মাকেই শুভেচ্ছা। নতুন করে প্রদীপ জ্বলেছে তাঁর জীবনে।
advertisement
2/7
কোভিড পরিস্থিতি এবং বিয়ে, সন্তানের আগে যে দেবমিতা পুরোদমে মডেলিং করেছেন, তাঁর পেশাগত জীবন যেন হঠাৎই থমকে যায়।
advertisement
3/7
কেবল মডেলিং নয়, থিয়েটার দিয়ে শুরু করে 'কুন্দ ফুলের মালা'-র মতো একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। এ ছাড়া বিভিন্ন ওয়েব সিরিজ এবং গানের ভিডিওতেও দেখা যেত তাঁকে। তার পরেই সব বন্ধ। ঘরকন্নার কাজ, সন্তান পালনে দিন কাটত তাঁর। পেশাগত শখ ভুলে সংসারেই মন দেন তিনি।
advertisement
4/7
কিন্তু নিজের ইচ্ছাশক্তি এবং স্বামী ও পরিবারের অসীম উৎসাহে তিনি আজ বাংলার গর্ব। সদ্যই 'মিসেস সুপারমডেল ইন্টারন্যাশনাল ২০২২' প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয়েছিল সেই প্রতিযোগিতা।
advertisement
5/7
আচমকাই একদিন অডিশনের সুযোগ আসে তাঁর কাছে। অত শত না ভেবে অডিশন দিতে যান দেবমিতা। উতরে যান সেই পর্ব। তার পরেই দেবমিতা অনুধাবন করেন, তাঁর নতুন জীবন শুরু হতে চলেছে। ৫ মাসের সন্তান কোলে নিয়েই শরীরচর্চা শুরু, নিজের যত্ন নেওয়া শুরু।
advertisement
6/7
পশ্চিমবঙ্গ থেকে একমাত্র নারী, যিনি এই প্রতিযোগিতায় সামিল হতে পেরেছিলেন। তার পর একে একে ফাইনালেও পৌঁছে গেলেন নিজের দক্ষতায়। প্রিন্স নারুলা, রোহিত খান্ডেওয়ালের মতো বিচারকদের সামনে নিজের প্রতিভা তুলে ধরেছেন তিনি।
advertisement
7/7
কেবল দ্বিতীয় স্থান অধিকার করেননি দেবমিতা। একইসঙ্গে আরও দু'টি শিরোনামের পদক পেয়েছেন। সেরা ক্যাটওয়াক এবং সেরা প্রতিভা। নাচে, অভিনয়ে, মডেলিংয়ে পারদর্শী দেবমিতা আজ একাধারে সফল মা এবং সফল মডেল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
সংসারের জন্য বাদ ছিল সব, 'মিসেস সুপারমডেল'-এ সন্তান কোলে প্রথম রানার আপ বঙ্গতনয়া
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল