TRENDING:

Dimpy Ganguly: কাজ ছেড়ে ৩ সন্তানের লালন, ঘুমের অভাব, দুবাইয়ে বাঙালিনী ডিম্পির অভিজাত জীবন!

Last Updated:
Dimpy Ganguly: রাহুলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বার বিয়ে করে এখন সুখী ডিম্পি। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত রাহুলের সঙ্গে কাটানোর পর বিচ্ছেদ। তার পর ব্যবসায়ী রোহিত রায়কে বিয়ে করেন ডিম্পি।
advertisement
1/5
কাজ ছেড়ে ৩ সন্তানের লালন, ঘুমের অভাব, দুবাইয়ে বাঙালিনী ডিম্পির অভিজাত জীবন!
প্রথম বিয়ে টিকল না। রাহুলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বার বিয়ে করে এখন সুখী ডিম্পি। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত রাহুলের সঙ্গে কাটানোর পর বিচ্ছেদ। তার পর ব্যবসায়ী রোহিত রায়কে বিয়ে করেন ডিম্পি। কেরিয়ারে ইতি টেনে দুবাইয়ে চলে যান স্বামীর সঙ্গে। মাস কয়েক প্রাসাদের মতো বাড়ি কিনে নতুন করে সংসার পাতেন রোহিত-ডিম্পি। শ্বশুর শাশুড়ি নিয়ে মোট ৭ জনের পরিবার তাঁর।
advertisement
2/5
২০১৬ সালে বড় মেয়ের জন্ম। ২০২০ সালে দ্বিতীয় বার মা হন তিনি। পুত্রসন্তানের জন্ম দেন দম্পতি। তার পর ২০২২ সালে আবারও পুত্রসন্তানের জন্ম দেন ডিম্পি। রিয়ানা, আরিয়ান, রিশান। জুলাইয়ের ২৭ তারিখে পুত্র তৃতীয় সন্তান প্রসব করেছেন তিনি৷ নিজের ছেলের জন্ম কোনও হাসপাতালে না, বাড়িতেই দিয়েছেন তিনি৷ ওয়াটার বার্থের মাধ্যমে কী ভাবে সন্তানকে জন্ম দিলেন তার বিবরণ নিজেই দিয়েছিলেন।
advertisement
3/5
স্বামীকে এক সপ্তাহে তিন বার কাজের জন্য সফর করতে হয়। তাই ডিম্পিই তাঁর ৩ সন্তানের দেখভাল বেশি করেন। আর এই কাজে যে তাঁর ক্লান্তি নেই, সে কথা আগেই একাধিক বার সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। বিগ বস ৮ থেকে সকলের নজরে আসেন বাঙালি এই অভিনেত্রী। কিন্তু এখন কাজ করতে চান না তিনি।
advertisement
4/5
কারণ তিনি তাঁর মায়ের মতোই তাঁর সন্তানদের নিজের সমস্ত সময় দিতে চান। বাড়ির একমাত্র রোজগেরে হলেন তাঁর স্বামী। অত্যন্ত ব্যস্ত থাকেন। তাই সংসার সামলানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন ডিম্পি। তা নিয়ে কোনও ক্ষোভ বা আফশোস নেই তাঁর।
advertisement
5/5
ডিম্পিকে বারবার একটাই প্রশ্নের সম্মুখীন হতে হয়, কীভাবে তিন সন্তানের দেখাশোনা করেন তিনি? ডিম্পির উত্তর, "কিছুই কঠিন নয়। তোমার দিন শুরু হবে ভোর ৫টায়। ঘুম সম্পূর্ণ হোক বা না হোক। প্রচুর জামাকাপড় কাচতে দেওয়া, সেগুলি গুছিয়ে ভাঁজ করে রাখার সময় কম, ৩ সন্তানের জন্য আলাদা আলাদা জলখাবার, নিজের জন্য সময় না পাওয়া এবং বিপুল পরিমাণে কফি খাওয়া।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dimpy Ganguly: কাজ ছেড়ে ৩ সন্তানের লালন, ঘুমের অভাব, দুবাইয়ে বাঙালিনী ডিম্পির অভিজাত জীবন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল