টানাপোড়নের জীবনে নতুন প্রেম! অসহ্য সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কোন পথ বাছবে রাই? বিশ্বনাথ-দীপান্বিতা-ভাস্করের নতুন ছবিতে মিলবে উত্তর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চলতি মাসে ছবির শ্যুটিং শেষ হয়েছে কলকাতা ও বাঁকুড়াতে। ছবিতে নতুন প্রজন্মের তিনজন অভিনয় শিল্পীকে দেখা যাবে
advertisement
1/5

নতুন গল্পে একসঙ্গে আসছে অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এল সিনেমার নাম "অসহ্য"। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত নিজেই।
advertisement
2/5
'শর্টস' আর 'রিল' এর যুগে এটা স্পষ্ট যে মানুষ একঘেয়েমি বড়দাস্ত করছেনা। এর প্রভাব বৈবাহিক বা প্রেমের সম্পর্কে। সবাই শুধু মুভ অন করে চলেছে।
advertisement
3/5
'সংসার' ভেঙে তৈরি হল লিভ-ইন। তাতেও সুখ নেই। ফিল্ম এর গল্পেও পনেরো বছরের দাম্পত্য, সেখানে ক্লান্তি। ভাস্বর ও দীপান্বিতা স্বামী স্ত্রী। চোদ্দো বছরের মেয়ে সন্তান। তবুও ডিভোর্সটাই কাঙ্খিত রাই এর। বর্ণ মিত্রের ব্যবহারে, রাই এর সিদ্ধান্তকে সমর্থন জানাবে দর্শক।
advertisement
4/5
অনুভবের চরিত্রে বিশ্বনাথ বসু। রাই এর কলেজমেট। খোলামেলা ও নিরপেক্ষ অনুভবকে সব কথা শেয়ার করে রাই। বর্ণকে নিয়ে অসহ্য হয়ে ওঠা রাই কে শেষে এক সাংঘাতিক কথা বলে অনুভব। রাই এর জীবন বোধ তছনছ হয়ে যায় নিমেষে। কী সেই কথা? গান ভাসতে থাকে প্রকৃতির কন্ঠে; "সোনা বন্ধু রে, যদি ভালো নাই বাসো, একটু মায়া করে যাও"।
advertisement
5/5
চলতি মাসে ছবির শ্যুটিং শেষ হয়েছে কলকাতা ও বাঁকুড়াতে। ছবিতে নতুন প্রজন্মের তিনজন অভিনয় শিল্পীকে দেখা যাবে, তাঁরা হলেন সপ্তর্ষি, মহাশ্বেতা ও বনি। ছবিতে গান গেয়েছেন সুজয় ভৌমিক। পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত জানান "ছবিটিতে ভাটিয়ালি গান রয়েছে। মানুষের মনের কথা বলবে এই ছবি। ছবিটি মুক্তির আগে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের ফেস্টিভ্যাল গুলোতে পাঠাতে চাই"।