এবার মন চুরি করার পালা! "The Academy Of Fine Arts " এ নতুন গানে চোখ ধাঁধাঁনো রূপে দর্শনা বণিক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভিডিওটিতে দর্শনার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা জন ভট্টাচার্য, পাশাপাশি ছবির দুই মুখ্য চরিত্র - রুদ্রনীল ঘোষ এবং সৌরভ দাসের বিশেষ উপস্থিতি ভিডিওটিকে আরও আকর্ষণীয় করেছে।
advertisement
1/6

"দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস" ছবির প্রোমোশনাল মিউজিক ভিডিওতে একেবারে নতুন এবং গ্ল্যামারাস অবতারে দেখা যাবে অভিনেত্রী দর্শনা বণিককে। জনপ্রিয় কালজয়ী গান ‘চুরি ছাড়া কাজ নেই’-এর নতুন রূপে নির্মিত এই ক্যাবারে-স্টাইল ভিডিওয় পুরনো দিনের নস্টালজিয়া আর আধুনিক সুরের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
advertisement
2/6
মূল গানটি গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার। নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন সৌম্য রিত ও নবাগতা শ্রুতি, আর সঙ্গীতায়োজন করেছেন রাহুল সরকার।
advertisement
3/6
ভিডিওটিতে দর্শনার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা জন ভট্টাচার্য, পাশাপাশি ছবির দুই মুখ্য চরিত্র - রুদ্রনীল ঘোষ এবং সৌরভ দাসের বিশেষ উপস্থিতি ভিডিওটিকে আরও আকর্ষণীয় করেছে।
advertisement
4/6
মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন আর.চট্টোপাধ্যায় ও হিমালয় দেবনাথ। কোরিওগ্রাফি করেছেন বিক্রম। পুরো প্রকল্পটির সৃজনশীল দিকের তত্ত্বাবধানে রয়েছেন ছবির পরিচালক জয়ব্রত দাস যিনি একে বর্ণনা করেছেন “বাংলা সিনেমার স্বর্ণযুগকে আধুনিক দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপনের এক প্রচেষ্টা” হিসেবে।
advertisement
5/6
সত্তরের দশকের ক্যাবারে সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই মিউজিক ভিডিওতে রেট্রো আবহ, আকর্ষণীয় সাজসজ্জা এবং দর্শনার ঝলমলে উপস্থিতি মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য দৃষ্টিনন্দন অভিজ্ঞতা।
advertisement
6/6
দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস শীঘ্রই মুক্তি পেতে চলেছে, আর এই গান দিয়ে শুরু হচ্ছে ছবিটির সঙ্গীতময় প্রচার।