Subhashree Ganguly: 'তুমি ইয়ালিনির মা না, আমি ওর...', এ কী ফাঁস করল ইউভান? শুভশ্রীর মেয়ের আসল মা তবে কে? জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Subhashree Ganguly: টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সর্বদাই খবরের শিরোনামে থাকেন। একরত্তি ছেলে ইউভানের মুখ থেকে এই কথা শুনে রীতিমতো চমকে উঠেছেন রাজ ও শুভশ্রী৷
advertisement
1/6

টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সর্বদাই খবরের শিরোনামে থাকেন। গত বছর ৩০ নভেম্বর দ্বিতীয়বার মা হয়েছেন। প্রতি মুহূর্তেই টলি নায়িকার আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা ৷
advertisement
2/6
কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই কোল জুড়ে এসেছে দুই সন্তান৷ বর্তমানে ছেলে ও মেয়েকে নিয়ে সুখের সংসার নায়িকার৷ তবে দুই সন্তানের মধ্যে যাতে কোনওদিন সিবলিং রাইভালরি তৈরি না হয় সেদিকে শুরু থেকেই নজর দিয়েছেন শুভশ্রী৷
advertisement
3/6
এবার সেকথা খোলসা করে জানালেন নায়িকা৷ ছেলেমেয়ের মনস্তত্ব বুঝতে রীতিমতো পড়াশোনা করেছেন অভিনেত্রী৷ এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ইয়ালিনি যখন প্রথম পেটে আসে, তখন ইউভানের সমস্তরকম ইমোশন তৈরি হয়ে গেছে৷ কিন্তু আমরা ভুলটা করি যখন সদ্যোজাত বাচ্চাটিকে সব প্রায়োরিটি দিয়ে ফিলি৷
advertisement
4/6
শুভশ্রী বলেন, তিনি সেই ভুলটা করেননি৷ ইউভানের উপরেই নজরটা ছিল বেশি৷ যাতে ওর কখনও মনে না হয় বোন এসে ওর জায়গাটা নিয়ে নিচ্ছে৷ তারপরই একটা মজার ঘটনা শেয়ার করেন শুভশ্রী৷
advertisement
5/6
শুভশ্রী আরও বলেন, ইউভান আমাকে বলেছে মা, তুমি ইয়ালিনির মা নও, আমি ওর মা৷ আমি ওকে সব করাব৷ ওর ন্যাপি চেঞ্জ করব, খাওয়াব, ওকে নিয়ে ঘুরতে যাব৷ ওকে টেক কেয়ার করব৷ ও তো আমার জান৷
advertisement
6/6
একরত্তি ছেলে ইউভানের মুখ থেকে এই কথা শুনে রীতিমতো চমকে উঠেছেন রাজ ও শুভশ্রী৷ ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনির যে কোনও ছবি পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়৷ নেটিজেনরাও ভালবাসায় ভরিয়ে দেন দাদা ইউভান ও একরত্তি ইয়ালিনিকে৷