Actress Sayantani: লাল টুকটুকে বেনারসি, হাতে শাখা-পলা, গোপনে কি বিয়ে সারলেন সায়ন্তনী? ছবি ভাইরাল হতেই...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Actress Sayantani: নববধূর লুকে নজর কেড়েছেন টলিউড অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। অভিনেত্রীর মেকআপ করেছেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সুমন গাঙ্গুলি৷
advertisement
1/6

তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য৷ মাঝেমধ্যে বৃষ্টির দেখা মিললেও, গরম থেকে যেন রেহাই মিলছে না বঙ্গবাসীর। চূড়ান্ত গরমের দাবদাহ, তার মধ্যে অতিরিক্ত আর্দ্রতা, সব মিলিয়ে এই গ্রীষ্মে নাজেহাল সকলেই, কিন্তু অন্যদিকে গরম আসার সঙ্গে সঙ্গেই বিয়ের মরশুম চলে এসেছে বাঙালি জীবনে৷
advertisement
2/6
কিন্তু এই গরমে কেমন হবে বিয়ে বাড়ির জমকালো সাজগোজ? কোন ধরনের পোশাকেই বা এই অসহনীয় গরমেই মোহময়ী সুন্দরী হয়ে উঠবেন বিয়ের কনে? সেসব মাথায় রেখেই নতুন সামার স্পেশ্যাল ব্রাইডাল ফটোশ্যুট সারলেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা।
advertisement
3/6
নববধূর লুকে নজর কেড়েছেন টলিউড অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। অভিনেত্রীর মেকআপ করেছেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সুমন গাঙ্গুলি৷ তিনি জানান, 'গ্রীষ্মের বিয়েবাড়ি স্পেশ্যাল সাজে কনে হোক বা নিমন্ত্রিত, সকলেরই বেশ মেকআপ খুব হালকা ব্যবহার করা উচিৎ।'
advertisement
4/6
তিনি আরও বলেন, 'সব থেকে ভাল হয় লিকুইড বেশ মেকআপ ব্যবহার করলে, তাতে দীর্ঘ সময় মেকআপ থাকলেও নষ্ট হওয়ার ভয় কম থাকে, সঙ্গে ত্বক দেখতেও অনেক বেশি উজ্জ্বল লাগে। চোখ এর মেকআপে হালকা কাজল, মিনিমাল আই মেকআপ হাতে পারে এই গরমে দারুণ সলিউশন। কপাল জোড়া নয়, ছোট্ট চন্দনের ইউনিক কাজে মুখ করে তোলা যায় অনবদ্য সুন্দর, এই সব দিকগুলো মাথায় রেখেই আমরা এই শ্যুট করেছি।'
advertisement
5/6
অন্যদিকে সায়ন্তনী বললেন, 'খুব অতিরিক্ত মেকআপ না করেও আমার ইচ্ছা ছিল এমন একটা ব্রাইডাল শ্যুট করার যেটা কোথাও গিয়ে স্ট্যান্ড আউট করে। ছিমছাম লাল বেনারসি, ছিমছাম গহনা, গরম কম লাগার জন্য টেনে বাঁধা চুল, সবটা মিলিয়ে খুব সামার ফ্রেন্ডলি একটা লুক তৈরি করার চেষ্টা করেছি আমরা।'
advertisement
6/6
সায়ন্তনী আরও বলেন, 'সুমনের উপর আমার বিশ্বাস ছিল যে ও খুব সহজেই এরকম একটা লুক তৈরি করতে পারবে, আর আমি নিশ্চিত যে ও দারুণ কাজ করেছে। আমি নিজে ছিমছাম ব্রাইডাল লুক খুব ভালবাসি, আর এই লুক তা যে আমার অন্যতম প্রিয় হয়ে রইল, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।'