TRENDING:

Rachana Banerjee's son birthday: ইলিশ ভাজা থেকে পায়েস, ছেলের জন্মদিনে থালা সাজিয়ে দিলেন 'দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
একেবারে বাঙালি ঘরোয়া ভাবেই ছেলের জন্মদিন উদযাপন করলেন রচনা৷ ছেলের সঙ্গে কাটালেন অনেকটা সময়৷
advertisement
1/10
ইলিশ ভাজা থেকে পায়েস, ছেলের জন্মদিনে থালা সাজিয়ে দিলেন 'দিদি নম্বর ১' রচনা
বাংলার সুপার হিট রিয়ালিটি শো দিদি নম্বর ১-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়৷ এতটাই জনপ্রিয় এই শো এবং শোয়ের হোস্ট যে রচনাকে এখন দিদি নম্বর ১ হিসেবে ডাকেন অনেকে৷ সেই দিদি নম্বর ১-এর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটির জন্মদিনে নিজে হাতে খাওয়ার সাজিয়ে দিলেন অভিনেত্রী৷
advertisement
2/10
সেই গুরুত্বপূর্ণ মানুষ হল রচনার ছেলে প্রণীল বসু৷ তার জন্মদিনে, ছেলের সঙ্গে সময় কাটালেন ব্যস্ত অভিনেত্রী৷ ছেলে শুধু বয়সে বাড়ছে না, উচ্চতায় মা-কে ছাড়িয়ে যাচ্ছে!
advertisement
3/10
ছেলের জন্মদিনে একেবারে অন্য মায়েদের মতোই কেক কাটা থেকে পাত সাজিয়ে খাওয়ানো, সবই করলেন নায়িকা৷
advertisement
4/10
খুবই ঘরোয়া রচনা বন্দ্যোপাধ্যায়৷ বাড়িতে নিয়ম করে পুজো হোক বা কোনও অনুষ্ঠান, সব একা হাতে সামলান এই দিদি!
advertisement
5/10
ছেলের জন্মদিনে আদর করে কেক কেটে ছেলেকে খাইয়ে দিলেন৷ ছেলেকে একা বড় করছেন তিনি৷ তবে স্বামীর সঙ্গে ডিভোর্স করেননি৷ আর সেটাও ছেলের জন্যই৷ কারণ তিনি এবং তাঁর স্বামী চান প্রণীল যাতে সমানভাবে অভিভাবকদের পায়৷
advertisement
6/10
নাতির জন্মদিনে তাকে অনেক আর্শীবাদ করছেন রচনার মা৷
advertisement
7/10
কেক কাটা তো হয়েছে৷ সঙ্গে একেবারে বাঙালি মেনু মেনে হয়েছে খাওয়ার ব্যবস্থা৷ ভাত (উপরে ঘি ছড়িয়ে), আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা রয়েছে পাতে৷ সাধারণত কোনও শুভ কাজে পাঁচ বা সাত রকম ভাজা পাতে দেওয়ার নিয়ম রয়েছে৷ সঙ্গে ইলিশ ভাজাও ছিল৷ আর ছিল পায়েস৷ যা ছাড়া বাঙালিদের জন্মদিনের উদযাপনই হয় না৷
advertisement
8/10
বোঝা যাচ্ছে যে একেবারে বাঙালি ঘরোয়া ভাবেই ছেলের জন্মদিন উদযাপন করলেন রচনা৷ ছেলের সঙ্গে কাটালেন অনেকটা সময়৷
advertisement
9/10
যারা সারাদিন ছেলের খেয়াল রাখেন, রচনার অনুপস্থিতিতে বাড়ির খেয়াল রাখেন, তাদের ছবি পোস্ট করলেন নায়িকা৷
advertisement
10/10
শ্যুটিং-এর ব্যস্ততা একটি দূরে সরিয়ে এই দিনটা ছেলের জন্য, ছেলের সঙ্গে কাটালেন মা৷ নিজে সেই ছবিও তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rachana Banerjee's son birthday: ইলিশ ভাজা থেকে পায়েস, ছেলের জন্মদিনে থালা সাজিয়ে দিলেন 'দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল