Kanchan-Sreemoyee-Pinky: 'আমি তো একজন মা, আলাদা করে কৃষভিকে...' কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে নিয়ে যা বললেন পিঙ্কি!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee-Pinky: কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ ২০২৪ সালের জানুয়ারি মাসেই বিবাহবিচ্ছেদ হয় কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। সেই বছরই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেতা।
advertisement
1/6

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ ২০২৪ সালের জানুয়ারি মাসেই বিবাহবিচ্ছেদ হয় কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। সেই বছরই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেতা।
advertisement
2/6
সেই ২০২৪ সালেই বাবা হন কাঞ্চন মল্লিক। ঘর আলো করে আসে কন‍্যাসন্তান। ২০২৪ সালেই নভেম্বর মাসে জন্ম হয় শ্রীময়ী, কাঞ্চন মেয়ে কৃষভির।
advertisement
3/6
সম্প্রতি, একটি পডকাস্ট শোতে এসেছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর থেকে জানতে চাওয়া হয় যে অভিনেত্রীর কি তাঁর প্রাক্তন স্বামীর সদ্যজাত সন্তান কৃষভিকে দেখতে ইচ্ছে করে? বা কোলে নিতে?
advertisement
4/6
এই বিষয়ে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'এই বিষয়টা আমি কোনওদিন ভেবে দেখিনি। প্রশ্নটাই মাথায় আসেনি।'
advertisement
5/6
পিঙ্কি এদিন আরও জানান, 'আমি মানুষটাই এমন যে কাউকে যদি সামনে থেকে নাও দেখি তাও সেই মানুষটা ভাল চাই, তার জীবন সুন্দর হোক সেটা বলতে, ভাবতে বা প্রার্থনা করতে আমার বিন্দুমাত্র অসুবিধা হয় না।'
advertisement
6/6
অভিনেত্রীর কথায়, 'আমায় যদি কেস স্টাডি দেওয়া হয়, তার মতো তিনটি কন্যা সন্তান রাখা আছে, আমি কি আলাদা করে কৃষভিকে চিনতে পারব? না তো। তিনজনকেই সস্নেহে কোলে তুলে নেব। আমি তো একজন মা।'