Madhumita Sarcar Marriage: দীর্ঘ বিরতির পর নতুন জীবনের শুরু! ২৩ জানুয়ারি রাজবাড়িতে বিয়ে মধুমিতা সরকারের, পাত্র ছোটবেলার বন্ধু
- Published by:Salmali Das
Last Updated:
Madhumita Sarcar Marriage: সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি ২০২৬, বারুইপুরের রাজবাড়িতে বসবে তাঁদের বিয়ের আসর। সম্প্রতি সামনে এসেছে বিয়ের কার্ডও। বাঙালি ঐতিহ্য মেনেই সাবেকি আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা ও দেবমাল্য।
advertisement
1/7

দীর্ঘদিন ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছিলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৯ সালে প্রথম সংসার ভেঙে যাওয়ার পর কাজ ও নিজেকে গুছিয়ে নেওয়াতেই মন দিয়েছিলেন তিনি। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা।
advertisement
2/7
বন্ধুত্ব থেকেই শুরু তাঁদের সম্পর্ক। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। গ্ল্যামার জগতের বাইরে থাকা দেবমাল্য পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দুই বছরের পরিণত সম্পর্কের পর এবার সেই সম্পর্ককেই সামাজিক স্বীকৃতি দিতে চলেছেন দু’জনে।
advertisement
3/7
আগেই জানা গিয়েছিল, শীতের মরসুমেই বিয়ের পরিকল্পনা করেছেন তাঁরা। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি ২০২৬, বারুইপুরের রাজবাড়িতে বসবে তাঁদের বিয়ের আসর। সম্প্রতি সামনে এসেছে বিয়ের কার্ডও। বাঙালি ঐতিহ্য মেনেই সাবেকি আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা ও দেবমাল্য।
advertisement
4/7
বিয়ের দু’দিন পর, অর্থাৎ ২৫ জানুয়ারি, শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠিত হবে রিসেপশন। সেখানেও থাকবে রাজবাড়ির আভিজাত্য আর বাঙালিয়ানার ছোঁয়া। সাজসজ্জা থেকে শুরু করে আচার—সবেতেই নস্টালজিয়ার আবহ ফিরিয়ে আনতেই বিশেষ পরিকল্পনা।
advertisement
5/7
২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন মধুমিতা সরকার। এরপর একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ও ছবিতে কাজ করে টলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১৫ সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
advertisement
6/7
বিচ্ছেদের পর দীর্ঘ সময় নিজেকে নতুনভাবে গড়ে তোলার পথে হাঁটেন অভিনেত্রী। সেই সময়েই জীবনে আসেন দেবমাল্য। নীরব, সহজ অথচ দৃঢ় এই সম্পর্কই এবার নতুন করে জীবন শুরুর প্রেরণা হয়ে উঠেছে মধুমিতার কাছে।
advertisement
7/7
সব মিলিয়ে আনন্দের সানাই, রাজবাড়ির ঐতিহ্য আর নতুন শুরুর উচ্ছ্বাস—এই শীতেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী।