Koel Mallick: 'কাবীর এ বার বড় দাদা!' ফের মা-বাবা হচ্ছেন কোয়েল-নিসপাল! কবে আসছে খুদে? শুরু কাউন্টডাউন...
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Koel Mallick: শুভশ্রীর পর এবার কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া সেই খবর ভাগ করে নিলেন কোয়েল(actress koel) স্বয়ং।
advertisement
1/5

শুভশ্রীর পর এবার কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া সেই খবর ভাগ করে নিলেন কোয়েল স্বয়ং।
advertisement
2/5
সোশ্যাল মিডিয়ায় ছেলে কবীর, স্বামী নিসপাল রানের সঙ্গে ডিস্তাডোম কোচে বসা একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বাড়ছে। কবীর শীঘ্রই বড় ভাই হয়ে উঠবে। আপনাদের ভালবাসা ও আশীর্বাদ একান্ত প্রয়োজনীয়।’
advertisement
3/5
২০২০ সালে, লোকডাউনের মাঝে কোয়েল এবং প্রযোজক নিসপাল সিং রানে প্রথমবার সন্তানের মা-বাবা হন। তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। নাম রাখেন কবীর।
advertisement
4/5
২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোয়েল। লাইমলাইট থেকে দূরেই থাকতে পচ্ছন্দ করেন কোয়েল-নিসপাল।
advertisement
5/5
পুজোর আর হাতে গোনা দিন বাকি। আর এবার ১০০ বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপুজো৷ তার আগেই খুশির খবর দিলেন অভিনেত্রী। খুশির বন্যা মল্লিক এবং রানে পরিবারে।