TRENDING:

Adrija-Rani in Durga Puja: বাংলা সিরিয়ালের নায়িকা পা রাখলেন রানির পুজোয়, বলি তারকার সঙ্গে মঞ্চে উঠলেন অদ্রিজা

Last Updated:
Adrija-Rani in Durga Puja: নর্থ বম্বে সর্বজনীনে গিয়ে অদ্রিজা দেখেন বাঙালিয়ানায় ঘাটতি নেই সেখানে। ফুচকা খাওয়া, ধুনুচি নিয়ে নাচা, কলকাতার বিরিয়ানি খাওয়া, কোনওটাই বাদ যায়নি নায়িকার।
advertisement
1/6
বাংলা সিরিয়ালের নায়িকা পা রাখলেন রানির পুজোয়, তারকার সঙ্গে মঞ্চে উঠলেন অদ্রিজা
এবার কলকাতায় নয়, অদ্রিজা রায়ের পুজো কেটেছে মুম্বই নগরীতে। নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসবেই তারকাখচিত মণ্ডপে ধুনুচি নাচ করেছেন বাঙলি নায়িকা। আরব সাগরের তীরেই কেটেছে এবারের পুজো।
advertisement
2/6
একটু মন খারাপ করেছে বটেই, কিন্তু নর্থ বম্বে সর্বজনীনে গিয়ে অদ্রিজা দেখেন বাঙালিয়ানায় ঘাটতি নেই সেখানে। ফুচকা খাওয়া, ধুনুচি নিয়ে নাচা, কলকাতার বিরিয়ানি খাওয়া, কোনওটাই বাদ যায়নি নায়িকার।
advertisement
3/6
হিন্দি ধারাবাহিক ‘দুর্গা অউর চারু’ বা ‘ইমলি’-র নায়িকা অদ্রিজা গত জানুয়ারি মাস থেকে কলকাতা ছেডে় কাজের সূত্রে মুম্বইতেই থাকছেন। কিন্তু পুজোয় ছুটি না পেয়ে বাড়ি ফিরতে পারেননি। কেবল অষ্টমীতে ছুটি পেয়েছিলেন বলে প্যান্ডেলে গিয়েছিলেন।
advertisement
4/6
সেখানেই দেখা হয় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে। দুই বাঙালি নায়িকা এক জায়গায়, কীরকম হল তাঁদের আলাপচারিতা? অদ্রিজা নিউজ18 বাংলায় জানালেন, তাঁর সিরিয়াল নিয়ে কথাবার্তা হয়েছে। যদিও রানি খুব একটা সিরিয়াল দেখার সুযোগ পান না। কিন্তু তাও অদ্রিজার সঙ্গে আলাপের পর সেটা নিয়েও কথা বলেছেন বলি তারকা।
advertisement
5/6
অদ্রিজার কথায় জানা গেল, ‘দুর্গা অউর চারু’তে তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রানির বউদি। আর তিনিই অদ্রিজাকে মুখোপাধ্যায় বাড়ির পুজোয় আমন্ত্রণ করেছিলেন। সেই সূত্রেই রানির সঙ্গে আলাপ অদ্রিজার।
advertisement
6/6
তবে তাঁর কথায় জানা গেল, রানির সঙ্গে বাংলা ভাষায় নয়, ইংরেজিতে কথা বয়েছে অদ্রিজার। কবে অদ্রিজা বললেন, ‘‘আমি যে ওনার সঙ্গে মণ্ডপের মঞ্চে উঠে ছবি তুললাম, গল্প করলাম, এটা আমার কাছে অনেক বড় পাওনা। মঞ্চে ওঠার অনুমতি সকলের ছিল না, কিন্তু আমি সেই সুযোগ পেয়ে আপ্লুত।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Adrija-Rani in Durga Puja: বাংলা সিরিয়ালের নায়িকা পা রাখলেন রানির পুজোয়, বলি তারকার সঙ্গে মঞ্চে উঠলেন অদ্রিজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল