Rudranil Ghosh Marriage: '২০২৪ সালেই বিয়েটা করে ফেলব', পাত্রী কে? এতদিনে মুখ খুললেন রুদ্রনীল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rudranil Ghosh Marriage: রুদ্রনীল আরও বলেন, 'তবে এবার বিয়েটা করেই ফেলব৷ ২০২৪ সালেই বিয়েটা করব, একথা আপনাদের সকলকে জানিয়ে রাখলাম৷ কাকে বিয়ে করতে চলেছেন রুদ্রনীল তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
1/6

টলিউডের মোস্ট ব্যাচেলর বললে এই মুহূর্তে একজনের নামই মাথায় আসে৷ তিনি আর কেউ নন সকলের প্রিয় রুদ্রনীল ঘোষ৷
advertisement
2/6
একাধিক নারীগুঞ্জনে তাঁর নাম উঠলেও কোনও প্রেমই টেকেনি অভিনেতা৷ আর তাইতো এখনও সিঙ্গল রুদ্রনীল৷
advertisement
3/6
কবে বসবেন বিয়ের পিঁড়িতে? এই প্রশ্নের মুখে একাধিকবার পড়তে হয়েছে রুদ্রনীলকে৷ এবার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন রুদ্রনীল৷ বিগত ১০ বছর ধরে আইবুড়ো তিনি, কিছুতেই বিয়ে করছেন না৷ তবে এবার কি ঘুচবে ব্যাচেলর তকমা৷
advertisement
4/6
৫০-এর কোটা পেরিয়ে গেলেও ৫১-তেও তিনি আইবুড়ো৷ তার সমস্ত বন্ধরাও একে একে সংসার পেতেছেন৷ সম্প্রতি বন্ধু পরমব্রতর বিয়েতে গিয়ে বন্ধুকে দেখে তারও বিয়ের সাধ জেগেছে, সেকথা নিজেই খোলসা করেছিলেন৷
advertisement
5/6
এক সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, পরমটাও বিয়ে করে নিল৷ আমি,পরম, রাজ কাঞ্চন একটা টিম ছিলাম৷ রাজ ও কাঞ্চন তো আগেই বিয়ে করেছে৷ আমি আর পরম একটা জুটি ছিলাম৷ পরমও বিয়েটা করে নিল এখন আমি দলছুট৷
advertisement
6/6
রুদ্রনীল আরও বলেন, 'তবে এবার বিয়েটা করেই ফেলব৷ ২০২৪ সালেই বিয়েটা করব, একথা আপনাদের সকলকে জানিয়ে রাখলাম৷ কাকে বিয়ে করতে চলেছেন রুদ্রনীল তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ সে প্রসঙ্গেও অভিনেতা জানান, পাত্রী এখনও ঠিক হয়নি৷ পাত্রীর খোঁজ চলছে এখন৷'