Bonny-Koushani Marriage: কৌশানির সঙ্গে পাকাপাকি বিয়ে! কবে আসছে শুভদিন? 'বিরাট' সুখবর দিলেন বনি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bonny-Koushani Marriage: বিয়ের মরশুম পড়তেই কানাঘুষো শুরু হয়েছিল বনি ও কৌশানিকে নিয়ে৷ শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা ৷
advertisement
1/6

টলিপাড়ায় বিয়ের মরশুম যেন শেষ হচ্ছে না৷ একের পর এক সুখবর৷ বেশ কিছুদিন ধরে টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের বিয়ের খবরে তোলপাড় চলছে৷ কবে আসবে সেই শুভদিন তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
2/6
বিয়ের মরশুম পড়তেই কানাঘুষো শুরু হয়েছিল বনি ও কৌশানিকে নিয়ে৷ শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা৷ দীর্ঘ আট বছর ধরে রিলেশনশিপে রয়েছেন তারকা জুটি৷
advertisement
3/6
দিনকয়েক আগে বেড়াতে যাওয়ার ছবি দিয়েছিলেন তাঁরা৷ তারপর থেকে জল্পনা আরও বেড়েছিল৷ অনেকেই মনে করেছিলেন প্রি-ওয়েডিং শ্যুট৷ তবে বনি সাফ জানিয়েছিলেন, তাঁরা বেড়াতে গিয়েই এই ছবি তুলেছিলেন৷ এর সঙ্গে বিয়ের কোনও সম্পর্ক নেই৷
advertisement
4/6
তারপরও বিয়ে নিয়ে জল্পনা বেড়েই চলেছে৷ এবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৪ সালে বিয়ে করছি না৷ আপাতত এখনই কোনও বিয়ের ভাবনা নেই৷ তবে ২০২৫ সালে বিয়েটা করা যায় কিনা সেটা ভাবছি৷
advertisement
5/6
বনি জানিয়েছেন, আমাদের বাড়ি থেকে এই মুহূর্তে কোনও চাপ নেই, আমরা যা সিদ্ধান্ত নেব, সেটাই সকলে মেনে নেবে৷ কবে কাজের শিডিউল অনুযায়ী বিয়ের প্ল্যানিং করব৷ তবে ভাবছি ২০২৫ সালে শীতকালে বিয়ে করব,তাতে কোনও কষ্ট হবে না৷
advertisement
6/6
বনি আরও খোলসা করে জানান, এখনই বিয়ের কোনও পাকা কথা হয়নি৷ তবে আমরা এটা ভেবে রেখেছি আমরা ডেস্টিনেশন ওয়েডিং করব৷ এটা আমাদের দু'জনেরই পছন্দ৷ তবে কী হয় সেটাই দেখার৷ আপতত ভক্তরা সকলেই তাঁদের বিয়ের অপেক্ষায় রয়েছে৷