Abhishek Chatterjee Birthday: প্রিয় রেস্তরাঁর কেক, বিরিয়ানি! অভিষেকের ছবি আঁকড়েই জন্মদিন পালন স্ত্রী-কন্যার
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Abhishek Chatterjee Birthday: চলতি বছর, ৩০ এপ্রিল, মঙ্গলবার ছিল অভিনেতার জন্মদিন। বেঁচে থাকলে এটি ৬০ তম জন্মদিন হত তাঁর। যদিও তিনি আর নেই তবে, বাদ যায়নি জন্মদিনের উদযাপন।
advertisement
1/6

২০২২ সালে জীবনাবাসন হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। ব্যক্তিগত শোকপর্বের দুই বছর কেটে গেছে অভিনতার পরিবার। বহুকষ্টে ফিরে এসেছেন জীবনের মূলস্রোতে।
advertisement
2/6
অভিনেতার প্রয়াণ এখনও মেনে নিতে পারেন না তাঁর অনুরাগীরা। তবে, তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় মনে করেন জীবনপথে তিনি একা নন। তাঁর সঙ্গে প্রতি মুহূর্তে আছেন অভিষেক।
advertisement
3/6
তিনি চলে যাওয়ার পর তাঁদের একমাত্র মেয়ে সাইনাকে একাই বড় করছেন সংযুক্তা। সেখানেও তাঁর অনুপ্রেরণা অভিষেকের দেখানো পথ।
advertisement
4/6
চলতি বছর, ৩০ এপ্রিল, মঙ্গলবার ছিল অভিনেতার জন্মদিন। বেঁচে থাকলে এটি ৬০ তম জন্মদিন হত তাঁর। যদিও তিনি আর নেই তবে, বাদ যায়নি জন্মদিনের উদযাপন।
advertisement
5/6
স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলিপুরের এক পাঁচতাঁরা রেস্তোরাঁয় প্রথম আলাপ হয়েছিল অভিষেকের। তাই জন্মদিনের দুপুরের লাঞ্চ করতে মেয়েকে নিয়ে উপস্থিত হয় সেই স্পেশ্যাল জায়গায়।
advertisement
6/6
বাবার ছবি সামনে রাখে কেক কাটেন অভিষেক কন্যা। সেই রেস্তোরাঁর ডাব চিংড়ি আর বিরিয়ানি খুব পছন্দ করতেন অভিষেক। তাই মেয়ে সাইনাকে নিয়ে এদিন সেই খাবারই খান সংযুক্তা। (ছবি সৌজন্যঃ সংযুক্তা চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া)