Begni Ronger Alo: হাত বাড়ালেই কি সন্তান সাড়া দেয়? এক অনন্য মাতৃত্ব উদযাপনের গাথা পর্দায় নিয়ে আসছে ‘বেগনি রঙের আলো’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Begni Ronger Alo Movie First Look: অবশেষে প্রকাশ্যে এল ‘বেগনি রঙের আলো’ ছবির ফার্স্ট লুক। এই ছবিটি পরিচালনা করছেন অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা।
advertisement
1/9

অবশেষে প্রকাশ্যে এল ‘বেগনি রঙের আলো’ ছবির ফার্স্ট লুক। এই ছবিটি পরিচালনা করছেন অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা। এই ছবিতে অভিনয় করছেন সোহিনী সরকার, বিশ্বরূপ চক্রবর্তী, চন্দন সেন, অর্পিতা ঘোষ, শুভম রায়, অঙ্কিতা ব্রহ্ম, অলোক সান্যাল, পূর্ণিমা গায়েন, শিশুশিল্পী ঊষসী চক্রবর্তী প্রমুখরা।
advertisement
2/9
আসলে ‘বেগনি রঙের আলো’ ছবির গল্পটি আবর্তিত হয়েছে এক মা ও মেয়েকে কেন্দ্র করে। এটা আসলে ভালবাসা, স্মৃতি এবং পরিচয়ের সূক্ষ্ম বন্ধনের একটা উপাখ্যান। নিজের ছোট্টবেলার সবটুকু অংশ বুকের মধ্যে আঁকড়ে নিয়ে জীবনে এগিয়ে চলেছেন এক মা। কিন্তু নিজের শৈশবের সেই স্মৃতিমেদুর অংশ তিনি ভাগ করে দিয়ে যাবেন কাকে? এখন এর জন্য কন্যাই তাঁর একমাত্র আশা। কারণ মা বিশ্বাস করেন যে, মেয়েই তাঁর শেষ আশ্রয় হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে, শেষে কি কন্যা তাঁর মায়ের ভরসার স্বীকৃতি দিতে পারবে? আর মা-ও কি নিজের শৈশবের আঁকড়ে রেখে দেওয়া অংশ নিজের কন্যাকে ভরসা করে সঁপে দিতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে ‘বেগনি রঙের আলো’।
advertisement
3/9
এই ছবিটির প্রযোজক পৌলমী রায় এবং বিশ্বরূপ চক্রবর্তী। আর প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রোডাকশন হাউজ ‘পথচলতি গল্প’। অভিনেতা তথা প্রযোজক বিশ্বরূপ চক্রবর্তী বলেন যে, “আমাদের প্রোডাকশন হাউজ পথচলতি গল্প দ্বারা প্রযোজিত ছবি ‘বেগনি রঙের আলো’। আর প্রযোজক এবং অভিনেতা হিসেবে এটাই আমার প্রথম উদ্যোগ। মানসী সিনহার মতো পরিচালক এবং সোহিনী সরকার, অর্পিতা ঘোষ এবং চন্দন সেনের মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে আমি যারপরনাই কৃতজ্ঞ। দারুণ টিমওয়ার্কের মাধ্যমে এই উদ্যোগ যেন প্রচুর সাফল্য পায়, সেই কামনাই করছি।”
advertisement
4/9
আর এক প্রযোজক পৌলমী রায়ের কথায়, “আমাদের প্রোডাকশন হাউজ পথচলতি গল্প দ্বারা প্রযোজিত ছবি ‘বেগনি রঙের আলো’ প্রযোজক হিসেবে আমার প্রথম উদ্যোগ। মানসী সিনহার মতো পরিচালক এবং অভিনেতা ও সমস্ত কলাকুশলীদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। দুর্ধর্ষ টিমওয়ার্কের মাধ্যমে এই উদ্যোগের ব্যাপক সাফল্য চাইছি।”
advertisement
5/9
অভিনেত্রী সোহিনী সরকারের বক্তব্য, “প্রথমেই বলি যে, দীর্ঘ সময় ধরে মিষ্টুদির সঙ্গে কাজ করার কথা চলছিল। অবশেষে সেটাই বাস্তব রূপ নিতে চলেছে। আর এই গল্পটির ‘বেগনি রঙের আলো’ নামটি সত্যিই আমার খুবই পছন্দ হয়েছে। আসলে এই ধরনের নাম সেভাবে ছবিতে দেখা যায় না। এটা একটু আলাদা। বলা ভাল, অন্য ধরনের। নামটা যেমন সাদামাটা, ছবির গল্পটাও কিন্তু খুবই সাদামাটা এবং সাধারণ। আর এই কারণেই গল্পটা আমার খুব ভাল লেগেছে।”
advertisement
6/9
পরিচালক মানসী সিনহার কথায়, “এটা এক নতুন পরিচালক এবং একটি নতুন প্রোডাকশন হাউজের এক অনন্য মেলবন্ধন। আর এই ভাবে কাজ করাটা বেশ মজাদারও বটে! কারণ দু’পক্ষই কাজে নতুন। ফলে তারা দু’জনেই এই কাজের থেকে সেরাটা বার করে আনতে চাইবে। আর ধাগা প্রোডাকশন এবং ‘বেগনি রঙের আলো’ ছবির জন্য পথচলতি গল্প প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করে এর ফল আমি তো পেয়েছি। এখনও পর্যন্ত কাজ করাটা আমার কাছে যেন একটা মিষ্টি সফর। আর আমার বিশ্বাস, এটা আমার জন্য খুব ভাল একটা অভিজ্ঞতা হতে চলেছে।”
advertisement
7/9
বিশ্বরূপ চক্রবর্তী
advertisement
8/9
অর্পিতা ঘোষ
advertisement
9/9
পূর্ণিমা গায়েন