বছরের শেষ সপ্তাহের বাংলার সেরা, দৈনন্দিন জনপ্রিয়তায় শীর্ষে, বড়দিন পার করে বিশাল ধামাকা, কাহিনি বিন্যাস টানটান, বিগত সাতদিনের সুপারহিট গল্প
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বছর শেষ হতে বাকি আর কয়েকটা দিন। আর এরমধ্যেই প্রকাশিত হল ২০২৫ সালের শেষ টিআরপি। এই টিআরপিতেই দেখা গেল রীতিমত চমক! এই চমক দেখাল একাধিক ধারাবাহিক।
advertisement
1/5

বছর শেষ হতে বাকি আর কয়েকটা দিন। আর এরমধ্যেই প্রকাশিত হল ২০২৫ সালের শেষ টিআরপি। এই টিআরপিতেই দেখা গেল রীতিমত চমক! এই চমক দেখাল একাধিক ধারাবাহিক।বছরের শেষ টিআরপিতে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি তার হারানো জায়গা ফিরে পেল। অন্যদিকে 'তারে ধরি ধরি মনে করি' শুরু হতে না হতেই নিজের জমি শক্ত করতে শুরু করে দিয়েছে। দেখে নিন এই সপ্তাহের সেরা ১০ -এ কোন কোন ধারাবাহিক রয়েছে।
advertisement
2/5
গত সপ্তাহে সিংহাসন হাতছাড়া হলেও, চলতি সপ্তাহে সেটা পুনর্দখল করেছে 'পরশুরাম আজকের নায়ক'। তবে তার জন্য কিন্তু 'বেঙ্গল টপা'র খেতাব মোটেই হাতছাড়া হয়নি 'পরিণীতা'র। স্টার জলসা এবং জি বাংলার একই সময় চলা এই দুই ধারাবাহিকই চলতি সপ্তাহে যুগ্মভাবে প্রথম হয়েছে।
advertisement
3/5
'পরশুরাম আজকের নায়ক' এবং 'পরিণীতা'র প্রাপ্ত নম্বর ৭.১। দ্বিতীয় স্থানে আছে 'রাঙামতী তীরন্দাজ'। গত সপ্তাহের তুলনায় এই ধারাবাহিকের নম্বর এবং স্থান দুই বেড়েছে। মনীষা অভিনীত রাঙামতী পেয়েছে ৭.০ নম্বর।শুরু হতে না হতেই খেল দেখাচ্ছে পল্লবী শর্মার ধারাবাহিক। সোজা তৃতীয় স্থানে উঠে এসেছে 'তারে ধরি ধরি মনে করি'। জি বাংলার এই নতুন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। চতুর্থ স্থানেও এই সপ্তাহে রয়েছে দু'টি ধারাবাহিক। দু'টো ধারাবাহিকই স্টার জলসার। একটি স্বস্তিকা দত্ত অভিনীত 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি', আরেকটি রণিতা দাসের 'ও মোর দরদিয়া'। বলাই বাহুল্য, ছোটপর্দার চেনা অভিনেত্রীরা কামব্যাক করেই রীতিমত চমক দেখাচ্ছে। চার নম্বরে থাকা এই দুই ধারাবাহিক পেয়েছে ৬.৭ নম্বর।
advertisement
4/5
পাঁচে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক এক লাফে টিআরপি তালিকার অনেকটা উপরে উঠে এলেও, চার নম্বরে থাকা দুই ধারাবাহিকের সঙ্গে এর নম্বরের ফারাক অনেকটাই। 'লক্ষ্মী ঝাঁপি' এই সপ্তাহে পেয়েছে ৬.০। ছয় নম্বরে রয়েছে একটি বা দু'টো নয়। তিন, তিনটি ধারাবাহিক! শেষ সপ্তাহে সত্যিই যেন টিআরপিতে ভরপুর চমক এল। ৫.৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে 'আমাদের দাদামণি', 'চিরসখা' এবং 'জোয়ার ভাঁটা'। 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটিও টিআরপি তালিকার বেশ উপরের দিকে উঠে এসেছে এই সপ্তাহে।
advertisement
5/5
সপ্তম স্থানে রয়েছে জেন জির প্রেমের গল্পের 'বেশ করেছি প্রেম করেছি'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। আট নম্বরে রয়েছে একদা সেরা পাঁচে থাকা মেগা 'চিরদিনই তুমি যে আমার'। জিতু কামাল এবং শিরিন অর্থাৎ আর্য, অপর্ণার বিয়ের পর্ব দেখানো হলেও নম্বর বা স্থানের বিশেষ বদল হল না এই ধারাবাহিকের। 'চিরদিনই তুমি যে আমার' পেয়েছে ৫.৬।